মেষ চাষে চীনা কৃষক আয় বাড়ানোর নতুন পদ্ধতি
2022-04-26 10:45:40

এপ্রিল ২৬: অনেক ভোরে হোয়াং হ্য চিয়ান নামে একজন চীনা তরুণ নিজের মেষ খামারে যান। তিনি জানান, চলতি বছরের শেষ নাগাদ তাঁর মেষ খামারে ৩শ’টি মেষ বাজারে বিক্রি করা যাবে। প্রতিটি মেষ থেকে নিট মুনাফা হবে ৮শ’ ইউয়ান, মোট ২.৪ লাখ ইউয়ান আয় পাবেন তিনি।

 

তিনি হলেন চিয়াং সি প্রদেশের সান খেং গ্রামের কৃষক। স্থানীয় অবস্থা মেষ পালনে বেশ উপযোগী। ২০২০ সালে সরকারি সাহায্যে তিনি মেষ লালন-পালন শুরু করেন। ২০২১ সালে ৮৭টি মেষ কিনে কাজ শুরু করেন। এখন তাঁর খামারে মেষের সংখ্যা তিনগুণ বেড়েছে।