টেবিলের এসব সবজি ও ফল ‘মহাকাশ বীজের’ ফল
2022-04-25 14:22:23

এপ্রিল ২৫: চীনের মহাকাশ বিজ্ঞান অব্যাহতভাবে নতুন অগ্রগতি অর্জন করছে। এর ফলে চীনের মহাকাশ কার্যক্রম বার বার নতুন রেকর্ড তৈরি করছে। আর সংশ্লিষ্ট প্রযুক্তি মানুষের দৈনন্দিন জীবনেও নানা পরিবর্তন এনেছে।

চলতি মাসে চীনের তিনজন মহাকাশবিজ্ঞানী পৃথিবীতে ফিরে আসেন ১২ হাজার বীজ নিয়ে!

জানা গেছে, চীনের হাইনান মহাকাশ প্রকল্পের বীজ লালন ও গবেষণাকেন্দ্র গত দশ বছরে ২০ ধরনেরও বেশি শস্যের নতুন প্রজাতি লালন করে আসছে। যেমন, মহাকাশের কলা ‘মহাকাশ কলা ১ নং’, এর উত্পাদনের পরিমাণ সাধারণ কলার দ্বিগুণ। মরিচের ভিটামিন সি’র পরিমাণ ১.৮ গুণ, টমেটো উত্পাদনের পরিমাণ ৩ গুণ।

কর্মীরা জানান যে, বীজ মহাকাশ পাঠানোর পর থেকে বীজ ফিরিয়ে এনে বাজারে ছাড়তে ৩ থেকে ৫ বছর সময় লাগছে।

১৯৮৭ সালে চীন প্রথমবারের মতো উদ্ভিদের বীজ মহাকাশে পাঠায়। এই পর্যন্ত ৩০ বারেরও বেশি মহাকাশ মিশনের মাধ্যমে ২ শতাধিক ধরনের নতুন বীজ পরীক্ষা করা হয়েছে।

(শুয়েই/তৌহিদ/লিলি)