উন্নয়নশীল বিশ্বের শিল্পায়ন ত্বরান্বিত করছে প্রেসিডেন্ট সি প্রস্তাবিত বিশ্ব উন্নয়ন উদ্যোগ
2022-04-25 11:22:05

২০২১ সালের ২১ সেপ্টেম্বর চীনের প্রেসিডেন্ট সি চিন পিং জাতিসংঘের ৭৬তম সাধারণ পরিষদের সাধারণ বিতর্কে বিশ্ব উন্নয়ন উদ্যোগ উত্থাপন করেন। শিল্পায়ন বিশ্ব উন্নয়ন উদ্যোগের আটটি গুরুত্বপূর্ণ সহযোগিতামূলক ক্ষেত্রের অন্যতম হিসেবে উন্নয়নশীল দেশগুলোর দারিদ্র্যবিমোচন, জীবিকার উন্নয়ন এবং উন্নয়ন সমস্যা সমাধানে সহায়তা করছে।

 

শিল্পায়ন একটি দেশের অর্থনৈতিক উন্নয়নের একমাত্র রুট। জাতিসংঘ ২০৩০ সালের টেকসই উন্নয়ন কর্মসূচির অষ্টম প্রকল্পের লক্ষ্য হলো “স্থায়ী ও টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিতকরণ”। বিশ্বের দৃষ্টি টেকসই শিল্প উন্নয়নের ওপর রেখে কিভাবে বিশ্ব অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়ানো যায় এবং টেকসই উন্নয়নে শিল্প কিভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে- তা বিবেচনা করে এই উদ্যোগ।

 

সম্প্রতি জাতিসংঘ প্রকাশিত “বিশ্ব জনগণের কল্যাণের জন্য শিল্পায়নের গুরুত্বপূর্ণ তাত্পর্য” রিপোর্টে দেখা গেছে, অর্থনীতির ওপর মহামারীর ধারাবাহিক প্রভাব পড়ার কারণে স্বল্পোন্নত দেশগুলোর নির্মাণ শিল্পের প্রবৃদ্ধি প্রায় বন্ধ রয়েছে। এমতাবস্থায় শিল্পায়ন বাস্তবায়িত অর্থনৈতিক গোষ্ঠীর চেয়ে ব্যবধান অধিকতরভাবে বাড়াতে পারবে।

 

১৬তম জি-২০ শীর্ষ সম্মেলনের প্রথম পর্যায়ের অধিবেশনে প্রেসিডেন্টি সি উন্নয়নশীল দেশগুলোকে শিল্পায়ন বাস্তাবয়ন করতে সাহায্য দেয়ার গুরুত্ব আবার জোরালো করেন। তিনি জি-২০-এর প্রতি উন্নয়নকে বৃহত্ নীতি সমন্বয়ের একটি বিশিষ্ট স্থানে রেখে ভালোভাবে ২০৩০ সালের টেকসই উন্নয়ন কার্যক্রম এবং আফ্রিকা ও স্বল্পোন্নত দেশগুলোকে শিল্পায়ন বাস্তাবায়নে সমর্থন করে বিদ্যমান উন্নয়ন সহযোগিতা প্রক্রিয়ার সমন্বয় ত্বরান্বিত করার আহ্বান জানান।

 

কিউবার আন্তর্জাতিক রাজনীতি গবেষণা কেন্দ্রের চীন-বিষয়ক বিশেষজ্ঞ অ্যাডওয়ার্ডো রেগালডো বলেন, বিশ্বের অর্থনৈতিক উন্নয়নের বিষয়গত সচেতনতার ভিত্তিতে প্রেসিডেন্ট সি বহু বার আন্তর্জাতিক সমাজের প্রতি শিল্প ক্ষেত্রে সহযোগিতা জোরদারের কথা বলেছেন। এতে বিশ্ব শান্তি ও উন্নয়ন ত্বরান্বিত করায় বড় রাষ্ট্র হিসেবে চীনের দায়িত্ব প্রতিফলিত হয়েছে।

 

অ্যাডওয়ার্ডো রেগালডো

বিশ্ব উন্নয়নের উদ্যোগে চীন উন্নয়নশীল দেশগুলোর শিল্পায়ন প্রকল্পের জন্য অর্থ সমর্থন প্রদান করার পাশাপাশি নীতিগত সমন্বয়ন জোরদার করছে


চীন-আফ্রিকা সহযোগিতা ফোরামের অষ্টম মন্ত্রী পর্যায়ের সম্মেলনে চীন পরবর্তী ৩ বছর আফ্রিকায় চীনা প্রতিষ্ঠানের মোট বিনিয়োগ পরিমাণ ১০ বিলিয়ন মার্কিন ডলারের চেয়ে কম হবে না। “চীন-আফ্রিকা বেসরকারি বিনিয়োগ ত্বরান্বিতকরণ প্ল্যাটফর্ম” স্থাপিত হয়ে আফ্রিকার জন্য ১০টি শিল্পায়ন ও কর্মসংস্থান ত্বরান্বিতকরণ প্রকল্প কার্যকর হবে।

 

বিশ্ব উন্নয়নের উদ্যোগে চীন উন্নয়নশীল দেশগুলোকে মেধাশক্তির চাহিদা এবং দক্ষতা নির্মাণ সমস্যায় সাহায্য দেয়

 

চীন-আফ্রিকা সহযোগিতা ফোরামের অষ্টম মন্ত্রী পর্যায়ের সম্মেলনে চীন “ভবিষ্যত আফ্রিকা—চীন-আফ্রিকা বৃত্তিমূলক শিক্ষা সহযোগিতা পরিকল্পনা” কার্যকর এবং “আফ্রিকার অধ্যয়নরত ছাত্রছাত্রীর ক্যারিয়ার গাইড” কার্যক্রম চালু করার কথা ঘোষণা করে। এছাড়া, অব্যাহতভাবে আফ্রিকার দেশগুলোর সঙ্গে “রুবান কর্মশালা” স্থাপন করে আফ্রিকায় চীনা প্রতিষ্ঠান তাদের জন্য কমপক্ষে ৮ লাখ কর্মসংস্থান সরবরাহ করতে উত্সাহ দেয়।

 

মোজাম্বিকের প্রেসিডেন্ট বলেছেন, শক্তিশালী প্রবৃদ্ধি, আঞ্চলিক একীকরণ এবং শিল্পায়ন উন্নয়ন অন্বেষণ করা আফ্রিকার দেশের জন্য চীন সবসময় শক্তিশালী সমর্থন দিচ্ছে।

 

বিশ্ব উন্নয়নের উদ্যোগে চীন বিভিন্ন দেশের বিজ্ঞান ও প্রযুক্তি অগ্রগতি এবং প্রযুক্তিগত উদ্ভাবন ত্বরান্বিত করার জন্য আরো বেশি সমর্থন দেয়--

 

চীন-আসিয়ান সংলাপ সম্পর্ক প্রতিষ্ঠার ৩০তম শীর্ষ সম্মেলনে চীন বিজ্ঞান ও প্রযুক্তি উদ্ভাবন উন্নত পরিকল্পনা শুরু করার কথা ঘোষণা করে। পরিকল্পনা অনুযায়ী, আসিয়ানের কাছে ১ হাজার অগ্রণী ও প্রযোজ্য প্রযুক্তি সরবরাহ করে, আগামী ৫ বছরে আসিয়ানের ৩শ’ যুব বিজ্ঞানীর চীনে বিনিময় করতে আসাকে সমর্থন করে।

 

বিশ্ব উন্নয়নের উদ্যোগে চীন শিল্পের টেকসই উন্নয়ন ত্বরান্বিত করার জন্য অব্যাহতভাবে চীনা পরিকল্পনা দেয়

 

“বৈদেশিক বিনিয়োগ সহযোগিতার সবুজ উন্নয়ন কাজের নির্দেশিকা” প্রকাশ করা থেকে “বৈদেশিক বিনিয়োগ সহযোগিতা

নির্মাণ প্রকল্পের প্রাকৃতিক পরিবেশ সুরক্ষা সংক্রান্ত নির্দেশিকা” প্রণয়ন করা পর্যন্ত এবং অধিকতরভাবে “এক অঞ্চল এক পথ” আন্তর্জাতিক সক্ষমতা সহযোগিতার উচ্চমানের উন্নয়ন দৃষ্টান্তমূলক অঞ্চল তৈরী করার ইচ্ছা প্রকাশ করা থেকে “যৌথভাবে ‘এক অঞ্চল এক পথ’ নির্মাণের সবুজ উন্নয়ন ত্বরান্বিতকরণ প্রস্তাব” প্রকাশ করা পর্যন্ত, চীন বাস্তব কার্যক্রমের মাধ্যমে সবুজ টেকসই উন্নয়ন শিল্পের বৃদ্ধি ত্বরান্বিত করে। যাতে উন্নয়নশীল দেশগুলোর “আগে দূষণ, পরে প্রশাসন”-এর পুরনো পথ এড়ানো যায়।

 

বিশ্ব উন্নয়ন উদ্যোগ জনগণকে কেন্দ্র করে কেন্দ্রীয় ধারণা পোষণ করে জনগণের কল্যাণ বাড়ানো এবং মানুষের সার্বিক উন্নয়ন প্রারম্ভ-বিন্দু ও উদ্দেশ্য হিসেবে বিভিন্ন দেশের জনগণের সুন্দর জীবনকে চেষ্টার লক্ষ্য হিসেবে দেখে।

 

আন্তর্জাতিক সক্ষমতা সহযোগিতা অর্থনীতির বিশ্বায়নের পুরো উন্নয়ন প্রক্রিয়ায়  গেঁথে ফেলে এবং যৌথভাবে “এক অঞ্চল এক পথ” নির্মাণের গুরুত্বপূর্ণ বিষয়ও বটে। বহু বছর ধরে চীন সবসময় বৈদেশিক বিনিয়োগ সহযোগিতাসহ বিভিন্ন পদ্ধতিতে অন্যান্য উন্নয়নশীল দেশের শিল্পায়ন ও অর্থনীতির বহুমুখী প্রক্রিয়াকে সমর্থন দিয়ে বিভিন্ন দেশের জনগণের অভিন্ন স্বার্থ বাড়ানোর প্রচেষ্টা চালাচ্ছে।

 

এক একটি শিল্পায়ন প্রকল্পের ধারাবাহিক ত্বরান্বিতকরণ, এক একটি শিল্প পার্ক অঞ্চলের প্রতিষ্ঠা, এক একটি উন্নয়ন ও অগ্রগতির ছবি অব্যাহতভাবে দেখাচ্ছে। অন্যান্য উন্নয়নশীল দেশগুলোকে আরো আধুনিক শিল্প ব্যবস্থা প্রতিষ্ঠা, সম্পদের মূল্য সংযোজন বাড়ানো, শিল্পায়নের প্রক্রিয়া দ্রুততর করা, পারস্পরিক কল্যাণ ও উভয়ের জন্য কল্যাণকর উন্নয়ন গল্প লেখায় সমর্থন দেয় চীন।

 

ঘনিষ্ঠভাবে উন্নয়নশীল দেশগুলোর চাহিদা সমন্বিত করে হাতে হাত রেখে বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলা করে বিশ্ব উন্নয়ন উদ্যোগ উন্নয়নশীল দেশগুলোর শিল্পায়ন প্রক্রিয়া দ্রুততর করার জন্য শক্তিশালী চালিকাশক্তি যুগিয়ে থাকে। পারস্পরিক কল্যাণের সহযোগিতা এবং ভাগাভাগি করে মানবজাতির উন্নয়নের আরো সুন্দর ভবিষ্যত নিশ্চিত করা যাবে।

 

(প্রেমা/এনাম)