সহজ চীনা ভাষা: শেষ একটি পাতা
2022-04-25 11:26:19

বন্ধুরা, আজ আমরা নতুন একটি পাঠ শেখাবো। এর শিরোনাম হল ‘শেষ একটি পাতা’। এর চীনা ভাষা হল ‘最后一片叶子’। বন্ধুরা, আজকের পাঠ পরিচয় করিয়ে দেওয়ার আগে প্রথমে এই পাঠের লেখকের সঙ্গে আপনাদেরকে একটু পরিচয় করিয়ে দিচ্ছি। এই পাঠের লেখক হলেন- যুক্তরাষ্ট্রের বিখ্যাত সাহিত্যিক ও’হেনরি। তিনি যুক্তরাষ্ট্রের আধুনিক ছোট গল্পের জনক। তিনি ফরাসি মাউপাসান্ত ও রাশিয়ার চেখভের সঙ্গে বিশ্বের তৃতীয় মহান ঔপন্যাসিক হিসেবে পরিচিত। জীবদ্দশায় তিনি একটি উপন্যাস, ৩০০টিরও বেশি ছোটগল্প লিখেছেন। মার্কিন সাহিত্যের ইতিহাসে তার ছোটগল্পের সংখ্যা সবচেয়ে বেশি এবং তিনি এ বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন।

আজকের এই পাঠে একজন তরুণ চিত্রকর ও তার প্রতিবেশীর মধ্যে খুব মনোমুগ্ধকর একটি গল্প বলা হয়েছে। এই তরুণ চিত্রকর গুরুতর রোগ থেকে বেঁচে থাকার আশা হারিয়ে ফেলেন। তার মনে হয়, যখন জানালার বাইরে গাছের শেষ পাতা পড়ে তখন তার জীবনও শেষ হয়ে যাবে। তার প্রতিবেশী একজন বৃদ্ধ চিত্রকর। তার অবস্থা দেখে তিনি তাজা একটি পাতার ছবি তোলেন ও গাছে ঝুলিয়ে দেন। শীতকালের তীব্র বাতাসে সেই পাতা পড়েনি। এই তরুণ চিত্রকর আবার বাঁচার সাহস ও আশা পেয়েছেন। তবে তার প্রতিবেশী এই পাতার ছবি তুলতে গিয়ে ঠান্ডায় মারা যান। অনেক বছর পার হলেও এই গল্পে মানুষের দয়া ও জীবনদানের ঘটনা পাঠকদের মুগ্ধ করছে।

 

বন্ধুরা, এই পাঠের প্রধান শব্দগুলো হলো:

画家 huà jiā চিত্রকর/চিত্রশিল্পী 他想成为一名画家 tā xiǎng chéng wéi yì míng huà jiā সে একজন চিত্রকর হতে চায়   画画 huà huà  ছবি আঁকা

奉献 fèng xiàn উত্সর্গ/উত্সর্গ করা  奉献精神fèng xiàn jīng shén উত্সর্গের চেতনা  奉献祭品fèng xiàn jì pǐn বলিদান/ উত্সর্গ করা  他为家乡的建设奉献了自己的一生 tā wèi jiā xiāng de jiàn shè fèng xiàn le zì jǐ de yì shēng জন্মস্থানের জন্য তিনি তার জীবন উত্সর্গ করেছে

乐于助人 lè yú zhù rén অন্যকে সাহায্য করতে পছন্দ করা/ সবসময় অন্যকে সাহায্য করে 他是一个乐于助人的人 tā shì yí gè lè yú zhù rén de rén সে সবসময় অন্যকে সাহায্য করে   帮助 bāng zhù সাহায্য করা

感动 gǎn dòng মুগ্ধ করা/হওয়া 他的故事感动了很多人 tā de gù shì gǎn dòng le hěn duō rén তার গল্প অনেক মানুষকে মুগ্ধ করেছে।我看完这本书很感动 wǒ kàn wán zhè běn shū gǎn dòng এই বই পড়ে আমি অনেক মুগ্ধ হয়েছি।