‘আকাশ ও পৃথিবীর মধ্যে মহাকাশযান থেকে সবচেয়ে কাছের মানুষ‘’
2022-04-25 19:55:09

এপ্রিল ২৫: ১৬ এপ্রিল শেনচৌ-১৩ সফলভাবে পৃথিবীতে ফিরে আসে। যদিও চীনা মহাকাশ স্টেশন পৃথিবী থেকে মাত্র ৪০০ কিলোমিটার দূরে, কিন্তু নিরাপত্তার কারণে মহাকাশযান পৃথিবীকে ঘিরে বহু সময় ধরে পরিচালিত হওয়ার পর পৃথিবীতে ফিরে আসতে পারে। এ প্রক্রিয়ায় প্রত্যেক বার পরিবর্তন বা কক্ষপথ বেছে নেওয়া কনট্রেল রুমের নির্দেশনা অনুযায়ী করতে হয়। বেইজিং এরোস্পেস ফ্লাইট কন্ট্রোল সেন্টারে ‘রিমোট কন্ট্রোলের সোনার আঙুল’ নামে পরিচিত একজন মানুষ আছেন।  তিনি এখানকার উপ-পরিচালক ইয়ু থিয়ান ই।

মহাকাশে পাঠানো নির্দেশনা কয়েক সেকেন্ডের মধ্যে পৌঁছে যায়। তাই ১০০ ভাগ নিশ্চিত না হলে সিদ্ধান্ত নেওয়া যায় না। তাই ইয়ু থিয়ান ই এবং রিমোট কনট্রোল দলকে বলা হয় আকাশ ও পৃথিবীর মধ্যে মহাকাশযান থেকে সবচেয়ে কাছের মানুষ।

(ইয়াং/আলিম/হাইমান)