আজকের ‘ঊর্মির বৈঠকখানা’-য় আমার সাথে যোগ দিচ্ছেন ইঞ্জিনিয়ার মুহাম্মাদ মেহেদী হাসান। তিনি বর্তমানে কর্মরত আছেন চীনের একটি টেক্সটাইল কম্পানির 'এশিয়া এবং দক্ষিণ আমেরিকার আঞ্চলিক ম্যানেজার হিসেবে।
২০১৬ সালে তিনি 'উহান টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে' ভর্তি হন এবং ২০১৮ সালে এই বিশ্ববিদ্যালয় থেকে 'টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং' বিষয়ে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। ২০১৮ সালের জুন মাস থেকে তিনি চীনের বিভিন্ন কম্পানিতে প্রতিনিধি হিসেবে কাজ করে আসছেন।
২০১৬ সালে তিনি 'উহান টেক্সটাইল বিশ্ববিদ্যালয়' থেকে প্রেসিডেন্ট বৃত্তি লাভ করেন। তিনি দেশি-বিদেশি বিভিন্ন ফোরাম ও সংস্থার সঙ্গে জড়িত আছেন। তিনি চীনকে ভালবাসেন। চীনা অর্থনীতি, রাজনীতি ও সংস্কৃতিসহ বিভিন্ন বিষয়ে তাঁর গভীর আগ্রহও রয়েছে। তো, চলুন কথা বলি তাঁর সঙ্গে।