রোববারের আলাপন-চীনের গণশরীরচর্চার উন্নয়নকে এগিয়ে নিয়েছে বেইজিং অলিম্পিক
2022-04-24 06:36:36

আকাশ: সুপ্রিয় শ্রোতা, সবাইকে স্বাগত জানাচ্ছি চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠানে। আপনাদের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের সাপ্তাহিক আয়োজন ‘রোববারের আলাপন’। আপনাদের সঙ্গে আছি আপনাদের বন্ধু এনাম ও আকাশ।


বন্ধুরা, চীনা কমিউনিস্ট পার্টির (সিপিসি) কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সি চিন পিং বলেছেন, গণশরীরচর্চার উন্নয়ন হচ্ছে একটি দেশের আধুনিকায়নের একটি গুরুত্বপূর্ণ বহিঃপ্রকাশ। সিপিসির অষ্টাদশ জাতীয় কংগ্রেসের পর থেকে কমরেড সি চিন পিংয়ের নেতৃত্বে সিপিসির কেন্দ্রীয় কমিটির ক্রীড়া কার্যক্রম অত্যন্ত গুরুত্ব পেয়ে আসছে। এসময়ে গণশরীরচর্চাকে দেশের উন্নয়ন কৌশলে পরিণত করা হয়েছে। প্রেসিডেন্ট সি চিন পিংয়ের নেতৃত্বে ও দিকনিদের্শনায় বেইজিং শীতকালীন অলিম্পিক গেমস ও শীতকালীন প্যারালিম্পিক গেমস সাফল্যের সাথে আয়োজিত হয়েছে। বেইজিং শীতকালীন অলিম্পিক গেমসের আয়োজন চীনের গণশরীরচর্চার উন্নয়নকে এগিয়ে নিয়েছে। 


জানা গেছে, বেইজিং শীতকালীন অলিম্পিক গেমসের কিছু স্টেডিয়াম মে মাসে জনগণের জন্য খুলে দেয়া হবে। তখন সেখানে সবাই শরীরচর্চা করতে পারবে। 


গণশরীরচর্চার ব্যাপক উন্নয়নের ভিত্তি হচ্ছে স্টেডিয়াম ও স্থাপনা। ২০১৪ সালে গণশরীরচর্চা দেশের উন্নয়ন কৌশলে পরিণত হওয়ার পর গণশরীরচর্চার মাঠ ও স্থাপনা নির্মানের জন্য ধারাবাহিক দিক-নির্দেশনা ও নীতিমালা তৈরী করা হয়েছে। বিভিন্ন অঞ্চলের স্থানীয় সরকারও গণশরীরচর্চাকে স্থানীয় অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের পরিকল্পনায় অন্তর্ভুক্ত করেছে। তারা আবাসিক এলাকার শরীরচর্চার স্থাপনা ও সুবিধা সৃষ্টি করার চেষ্টা করছে। অধিবাসীদের বাসা থেকে ১৫ মিনিটের হাটাঁর দূরুত্বে শরীরচর্চার পার্ক ও সরঞ্জামের ব্যবস্থা করা হচ্ছে।

 

পরিসংখ্যানে দেখা যায়, ২০২১ সালের শেষ দিক পর্যন্ত, চীনে খেলাধুলার স্টেডিয়াম ও মাঠের মোট সংখ্যা ছিল ৩৯ লাখ ৭১ হাজার। জনপ্রতি গড় খেলাধুলার স্টেডিয়াম ও মাঠের আয়তন ছিল ২.৪১ বর্গমিটার। বর্তমানে চীনে মাঝেমাঝে শরীরচর্চাকারী মানুষের সংখ্যা জনসংখ্যার ৩৭ শতাংশেরও বেশি।