হু সিয়া
2022-04-24 14:38:37

হু সিয়া ১৯৯০ সালের ১ মার্চ কুয়াংসি চুয়াং জাতি স্বায়ত্তশাসিত প্রিফেকচারের রাজধানী নাননিং শহরের সি সিয়াং থাং অঞ্চলে জন্মগ্রহণ করেন। তিনি চীনের মূল-ভূভাগের গায়ক ও অভিনেতা।

 

ছয় বছর বয়সে  তিনি পিয়ানো বাজানো শিখতে শুরু করেন। উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রথম বছরের দ্বিতীয় সেমিস্টারে তিনি বিদ্যালয়ের সংগীত প্রতিযোগিতায় অংশ নিয়ে চ্যাম্পিয়ন হন। ২০১০ সালে তিনি ষষ্ঠ তাইওয়ান ওয়ান মিলিয়ন স্টার প্রতিযোগিতার চ্যাম্পিয়ন হিসেবে শোবিজে প্রবেশ করেন। তারপর তিনি সনি মিউজিকের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেন। একই বছর তিনি “হু সিয়া ডেবিউ অ্যালবাম” প্রকাশ করেন এবং অ্যালবামটি দিয়ে ১৭তম সিঙ্গাপুর হিট অ্যাওয়ার্ডসে সেরা নতুন শিল্পী পুরস্কার জিতেন। ফলে তিনি চীনের মূল-ভূভাগের প্রথম এ পুরস্কার বিজয়ী শিল্পীতে পরিণত হন।

 

কিছুক্ষণ আগে আপনারা যে গান শুনেছেন, তা “তুমি আমার চোখের মণি” চলচ্চিত্রের থিম সং। গানটি চলচ্চিত্রের সিনেমার সাউন্ডট্র্যাক অ্যালবামে এবং হু সিয়ার ২০১২ সালে প্রকাশিত “জ্বলন্ত পয়েন্ট” নামক অ্যালবামে অন্তর্ভুক্ত হয়। গানটি পর পর বেশ কয়েকটি পুরস্কার জিতে। অ্যালবামের শিরোনাম সংগীত “জ্বলন্ত পয়েন্টে” হু সিয়া’র শৈল্পিক বৈশিষ্ট্য ফুটে ওঠেছ। গানটির সৃষ্টিকর্তা লিন ওয়েই খুব যত্ন নিয়ে হু সিয়া’র জন্য এর লিরিক্স ও সঙ্গীত সৃষ্টি করেন। পাশাপাশি, এটি তাঁদের প্রথম সহযোগিতার গান।

 

হু সিয়া’র অ্যালবাম “জ্বলন্ত পয়েন্টে” “দুঃখজনক রূপকথার গল্প” নামক একটি গান অন্তর্ভুক্ত হয়েছে।  গানটিতে শহুরে একটি লুকানো প্রেমের ঘটনা বর্ণনা করা হয়। পূর্বরঙ্গ পিয়ানোর সুর খুবই সুন্দর। একেবারে উড়ে যাওয়া তুষারের মতো দেখায়। 

 

 “ভালবাসার ওডিসি সংস্করণ” হু সিয়ার ২০১৫ সালের এপ্রিলে প্রকাশিত চতুর্থ অ্যালবাম। অ্যালবামে মোট ১০টি গান রয়েছে। অ্যালবামে আরো বহুমুখী সম্ভাবনা দেখানোর চেষ্টা করা হয়েছে। বলা যায়, এটি একটি আন্তরিকতা ও স্টাইল-নির্ভর চীনা ভাষার নতুন সঙ্গীত-কর্ম। ২০১৫ সালের জুলাই মাসে অ্যালবামের শিরোনাম সংগীত সেই বছরের প্রথমার্ধে ২০টি গোল্ডেন সং পুরস্কার জিতে। 

 

“প্রেমে পড়া” হু সিয়ার ২০১৮ সালের ২৭   এপ্রিল প্রকাশিত একটি গান। গানটি পরে তাঁর পঞ্চম অ্যালবামে অন্তর্ভুক্ত হয়। হু সিয়া’র জন্য গানটি বহু চ্যালেঞ্জ বয়ে এনেছে। গানটিতে   প্রেমে পড়া থেকে বিয়ে করা পর্যন্ত দু’জনকে বিভিন্ন পর্যায়ে বিভিন্ন সমস্যা   মোকাবিলা করতে হয়। গানটির সুর   খুবই সুন্দর। হু সিয়া’র স্নেহপূর্ণ ব্যাখ্যা প্রেমের প্রকৃত অর্থ চিত্রিত করেছে। 

    

 “মৃত গ্রীষ্মে ছুটে চলা” একই নামের টিভি নাটকের থিম সং। গানটি টিভি নাটকের টেলিভিশন সাউন্ডট্র্যাক অ্যালবামে অন্তর্ভুক্ত এবং ২০১৭ সালের জুনে প্রকাশিত হয়। হু সিয়া তারুণ্যের স্মারক কবিতাগুলিকে উষ্ণ গানের কণ্ঠে তুলে ধরেন। 

   

(প্রেমা/এনাম)