কফি হাউসের আড্ডা: বিশ্ব বই ও কপিরাইট দিবসের বিশেষ সাক্ষাত্কার
2022-04-23 20:48:48

 আজ বিশ্ব বই ও কপিরাইট দিবস। ইউনেস্কো ২৩ এপ্রিলকে বিশ্ব বই দিবস হিসেবে বেছে নেয় একটি কিংবদন্তি দ্বারা অনুপ্রাণিত হয়ে। ২৩ এপ্রিল স্পেনের কাতালোনিয়ার ‘সেন্ট জর্জ ডে’। স্পেনের কাতালোনিয়ার একটি কিংবদন্তি অনুযায়ী, একবার একটি ড্রাগন সুন্দরী রাজকন্যাকে পাহাড়ে আটকে রাখল। যোদ্ধা জর্জ ড্রাগনকে পরাজিত করে রাজকন্যাকে উদ্ধার করলেন। রাজকুমারী জর্জকে কৃতজ্ঞতা জানাতে একটি বই উপহার দিলেন। তারপর থেকে বই সাহস ও শক্তির প্রতীক হয়ে ওঠে। উত্সবের সময় কাতালোনিয়ার বাসিন্দারা গোলাপ ও বই উপহার হিসেবে বিনিময় করে। বিশ্ব বই ও কপিরাইট দিবস উপলক্ষ্যে আজকের বিশেষ সাক্ষাত্কারে আমার সঙ্গে যোগ দিচ্ছেন অ্যডর্ন পাবলিকেশনের প্রকাশক সৈয়দ জাকির হোসাইন। আজকে আমরা বই নিয়ে আলোচনা করবো। (স্বর্ণা/আলিম)