এপ্রিল ২৩: চলতি বছর চীনের সিসিটিভির একটি টিভি নাটক সারা চীনের ৪০ কোটি দর্শক দেখেছেন। ‘এ লাইফলং জার্নি’ শীর্ষক এ টিভি সিরিজ চীনের কোটি কোটি মানুষের আলোচনার বিষয়বস্তু হয়েছে।
সম্প্রতি ডিজনি কম্পানি এ টিভি নাটক বিদেশে বিতরণের অধিকার কিনেছে। অদূর ভবিষ্যতে বিদেশিরাও এ টিভি নাটক দেখতে পারবে।
টিভি সিরিজে উত্তর-পূর্ব চীনের চৌ পরিবারের তিন প্রজন্মের গল্প এবং গত ৫০ বছরে তাদের ভাগ্য ও জীবন পরিবর্তনের গল্প বলা হয়েছে। চৌ পরিবারের তিন প্রজন্মের সুখ, দুঃখ, বেদনা, তাদের প্রতিবেশী, আত্মীয়-স্বজন ও বন্ধুবান্ধব প্রায় অর্ধশতাব্দী ধরে সমগ্র চীনের রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক পরিবর্তনের সাথে যুক্ত হয়েছে। এতে গত ৫০ বছরে চীনের পরিবর্তনের ইতিহাস প্রতিফলিত হয়।
(ইয়াং/আলিম/হাইমান)