আপন আলোয় ৬৫
2022-04-22 15:00:18

এ পর্বে অন্তরঙ্গ আলাপনে ফারহিন খান জয়িতা

 

 

অন্তরঙ্গ আলাপন

রবীন্দ্রসংগীতে আমার কাছে মা-ই শ্রেষ্ঠ: ফারহিন খান জয়িতা

ছবি: মা মিতা হকের সঙ্গে ফারহিন খান জয়িতা

এক. মা বলে বায়াজড হয়ে বলছি না, রবীন্দ্রসংগীতে আমার কাছে উনিই (মিতা হক) শ্রেষ্ঠ। যদি রবীন্দ্রনাথের গানকে আমি বিবেচনা করি- বাণী, সুর, উচ্চারণ, সংগীতবোধ, জীবনবোধ সবকিছু মিলিয়ে যে একটা কমপ্লিট প্যাকেজ- তা আমি খুব বেশি শিল্পীর মধ্যে পাইনি। আমার কাছে মিতা হকের গান সব সময় সে রকম মনে হয়েছে।

দুই. মা আসলে গুরুর চেয়ে বন্ধু হয়ে থাকতেন ছাত্রছাত্রীদের সঙ্গে। তাঁকে সহজেই রিচ করা যেতো। শিক্ষক হিসেবে তাঁর এ গুণটি বড় ভূমিকা রেখেছে। শুধু ছাত্রছাত্রী নয়, মা এতটাই বন্ধুবৎসল ছিলেন যে, যে কোনো মানুষকে সহজেই আপন করে নিতেন।

ছবি: মা মিতা হক ও বাবা খালেদ খানের সঙ্গে ফারহিন খান জয়িতা

তিন. যারা মাকে প্রথম দেখতেন তাদের পক্ষে বোঝা কঠিন- এমন সুইট পারসোনালিটির সহজ-সরল মানুষটা যে কী-রকম অসম্ভব শক্তিশালী একজন সংগঠক। এটা আসলে একটা অদ্ভূত কম্বিনেশন। রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের সাধারণ সম্পাদক হিসেবে মা অসম্ভব ভালো কাজ করেছেন। তা সবাই একবাক্যে স্বীকার করবেন। এত অল্প বয়সে অসুস্থ না হলে আরও অনেক কিছু করতে পারতেন মা।

বরেণ্য রবীন্দ্রসংগীত শিল্পী মিতা হকের প্রথম মৃত্যুবার্ষিকীতে চীন আন্তর্জাতিক বেতারের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে তাঁর স্মৃতিচারণ করেন মেয়ে সংগীতশিল্পী ফারহিন খান জয়িতা। মাকে স্মরণ করে শুনিয়েছেন কয়েকটি রবীন্দ্রসংগীত।

 

 

প্রিয় বন্ধুরা,

আপনাদের মূল্যবান পরামর্শ আমাদের সমৃদ্ধ করবে। চীন আন্তর্জাতিক বেতার-সিআরই বাংলা’র ফেসবুক পাতা facebook.com/cmgbangla আপনার মন্তব্য করতে পারেন।

 

সিএমজি বাংলা’র ফেসবুক পাতা facebook.com/cmgbangla এবং ইউটিউব লিঙ্ক youtube.com/cmgbangla তে গিয়েও আমাদের অনুষ্ঠান সম্পর্ক জানাতে পারেন আপনার মূল্যায়ন।

 

পরবর্তী অনুষ্ঠানে আমরা বাংলাদেশ-চীনের সংস্কৃতিক অঙ্গনের আরো কিছু খবর এবং গুণিজনের অন্তরঙ্গ আলাপন নিয়ে হাজির হবো আপনাদের সামনে। সে পর্যন্ত ভালো থাকুন।

 

সাক্ষাৎকার গ্রহণ, গ্রন্থনা ও উপস্থাপনা: মাহমুদ হাশিম।

 

অডিও সম্পাদনা ও ছবি: তানজিদ বসুনিয়া।