সানচিয়াংইউয়ানের সবুজ সংরক্ষণকারী
2022-04-22 18:33:13

এপ্রিল ২২: চীনের ছিংহাই প্রদেশের সানচিয়াংইউয়ান এলাকা, অর্থাত্ তিন নদীর উত্স স্থান বা ইয়াংসি নদী, হলুদ নদী এবং লান ছাং নদীর উত্সস্থানকে ‘চীনা জাতির জল মিনার’ এবং ‘এশিয়ার জল মিনার’ হিসেবে আখ্যায়িত করা হয়।

প্রাকৃতিক পরিবেশের পরিবর্তন ও মানবজাতির আচরণের কারণে সানচিয়াংইউয়ান এলাকার তৃণভূমি কমে গিয়েছিল। ২০১৬ সালে চীনের প্রথম রাষ্ট্রীয় উদ্যানের পরীক্ষামূলক স্থান হিসেবে ‘সানচিয়াংইউয়ান রাষ্ট্রীয় উদ্যান’ চালু হয়। এতে প্রাকৃতিক সংরক্ষণের পদ্ধতি নির্ধারণ করা হয়। উদ্যানের প্রতিটি পরিবারে একজন প্রাকৃতিক সংরক্ষণকর্মী আছে। পশুপালকরা যৌথভাবে স্থানীয় প্রাকৃতিক পরিবেশের রক্ষা করে থাকে। এ থেকে তারা মুনাফাও অর্জন করছে।