এপ্রিল ২১: বর্তমানে চীনের বৃহত্তম তুলা উৎপাদনকারী এলাকা বা সিনচিয়াংয়ে তুলার বসন্তকালীন শীর্ষ মৌসুম চলছে। সিনচিয়াং উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চলের কৃষি ও গ্রামীণ বিষয়ক দপ্তর থেকে জানা গেছে, এই বছর প্রায় ২৫ হাজারেরও বেশি হেক্টর জমিতে চাষাবাদ করা হবে বলে আশা করা হচ্ছে। বর্তমানে সিনচিয়াং তুলা চাষ এবং চাষাবাদসহ সব ক্ষেত্রে যান্ত্রিকীকরণ বাস্তবায়ন করা হয়েছে এবং যন্ত্র দিয়ে তুলা সংগ্রহের হার ৮০ শতাংশ ছাড়িয়ে গেছে। বিশ্বমানের তুলা উত্পাদন এলাকা হিসাবে সিনচিয়াংয়ে প্রায় অর্ধেক কৃষক তুলা উৎপাদনে নিয়োজিত আছে। তুলা থেকে আয় সিনচিয়াংয়ের কৃষকদের নিট আয়ের ৩০ শতাংশ।
লিলি/তৌহিদ/শুয়ে