সি লিন না ই গাও
2022-04-21 09:24:59

সি লিন না ই গাও বা কার্লি জি ১৯৯৮ সালের ৩১ জুলাই বেইজিংয়ে জন্মগ্রহণ করেন। তিনি চীনের মূল-ভূভাগের গায়িকা, নারী সঙ্গীতদল বনবন গার্লস ৩০৩-এর অধিনায়ক। তিনি বার্কলি কলেজ অব মিউজিকে পড়াশোনা করেছেন।

 

সঙ্গীতের প্রতি তাঁর টান ছোটবেলা থেকেই বোঝা যায়। সিনচিয়াং থেকে আগত তাঁর মা গাইতে ও নাচতে পারদর্শী সি লিন না ই গাও’র উপর অনেক প্রভাব ফেলেছেন। খুব ছোটবেলায় তিনি মায়ের সঙ্গে গান গাইতে পারতেন। নয়বছর বয়সী সি লিন না ই গাও জন্ম ভূমি চীন ত্যাগ করে সিঙ্গাপুরে পারি জমান।

কিছুক্ষণ আগে আপনারা যে গানটি শুনেছেন, তা সি লিন না ই গাও-এর ২০১৭ সালে প্রকাশিত একক গান। ২০১৬ সালে তিনি জেচিয়াং টিভি’র একটি সংগীত প্রতিযোগিতার প্রথম সিজনে অংশ নিয়ে সিঙ্গাপুরের সেরা পাঁচজনের অন্যতম হন। ২০১৭ সালে তিনি একই প্রতিযোগিতার দ্বিতীয়  সিজনের একটি গ্রুপের রানার্স-আপ হয়ে আনুষ্ঠানিকভাবে শোবিজে প্রবেশ করেন। ২০১৮ সালে তাঁর নিজের রচিত মূল একক গান “কণা ঋতু” প্রকাশিত হয়। 

 

“যত রাত, তত বেশি জেগে” ২০১৮ সালে সি লিন না ই গাও প্রকাশিত একটি গান। গানটি “স্বপ্ন এগিয়ে আসছে-২” নামক অ্যালবামে অন্তর্ভুক্ত হয়। এটি সংগীত প্রতিযোগিতার অন্যান্য প্রশিক্ষণার্থীর সঙ্গে মিলে যৌথভাবে প্রকাশিত একটি অ্যালবাম। 

 

২০১৯ সালের মার্চ মাসে তাঁর “আমার সাথে মিথ্যা বলবে না।” গানটি প্রকাশিত হয়। গানটির লিরিক্স, সঙ্গীত ও তৈরী সবই তাঁর বার্কলি কলেজ অব মিউজিকের অংশীদার ছাত্রছাত্রীদের দ্বারা হয়েছে। একই বছরের মে মাসে তিনি একক গান “আমার সুন্দর সিনচিয়াং” প্রকাশ করেন। আসলে তাঁর বাবা বেইজিংয়ের, এবং মা সিনচিয়াংয়ের মানুষ। তিনি বাবা-মায়ের একমাত্র মেয়ে। কয়েক বছর পর পর তিনি মায়ের সঙ্গে সিনচিয়াং দেখতে যান এবং মাঝেমাঝে মায়ের জন্মস্থানে খেলতে যান। সঙ্গীতের প্রতি সি লিন না ই গাও’র গ্রহণযোগ্যতা ও দর্শন বিশাল। জ্যাজ, ইলেকট্রনিক ডান্স মিউজিক, দক্ষিণ কোরীয় পপসঙ্গীত এবং পাশ্চাত্য সঙ্গীতসহ বিভিন্ন স্টাইলের সঙ্গীত তিনি পছন্দ করেন। 

“রাত ও দিন” সি লিন না ই গাও ২০১৯ সালের ডিসেম্বরে প্রকাশিত একক গান।  এটি সঙ্গীত প্রযোজক লাকি ম্যাক্সের সঙ্গে সহযোগিতায় গাওয়া তাঁর একটি ইলেকট্রনিক পপ গান। তিনি নিজেই এর লিরিক্স করেন এবং লাকি ম্যাক্সের সঙ্গে মিলে সঙ্গীত রচনা করেন। একই বছরের নভেম্বরে তিনি অতিথি হিসেবে তৃতীয় বার্কলি চীন-মার্কিন মিউজিক ফেস্টিভ্যাল নাইটে অংশ নেন। 


 তাহলে আজ ‘তোমার জন্য গান’ অনুষ্ঠানের শেষ গান হিসেবে আমি আপনাদের সি লিন না ই গাও-এর আরও একটি গান শোনাব। গানের নাম “যার জন্য আমরা হারিয়েছি”। এটি একটি চলচ্চিত্রের প্রচারমূলক গান এবং ২০২১ সালের ডিসেম্বরে প্রকাশিত হয়। 


 (প্রেমা/এনাম)