আকাশ ছুঁতে চাই ৭০
2022-04-21 17:24:31

নারী নির্মাতারা বেশি ধৈর্য্যশীল

১. নারী নির্মাতারা বেশি ধৈর্য্যশীল : নাসরীন ইসলাম, চলচ্চিত্র নির্মাতা

২. চীনে নারীদের আরও ভাল আইনি সহায়তা দেওয়ার উদ্যোগ

৩. গান: কাজাখ লোকগীতি

৪. মেয়ের জন্য নক্ষত্র আনলেন ওয়াং ইয়া ফিং

৫. পেইন্টিংয়ে নারীর জীবন

৬ নারী ও শিশুদের জন্য স্বাস্থ্য নীতি গ্রহণ করছে চীন

চীন আন্তর্জাতিক বেতারের ঢাকা স্টেশন থেকে প্রচারিত আকাশ ছুঁতে চাই অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শান্তা মারিয়া ।

বর্তমানে বাংলাদেশের নারীরা বিভিন্ন পেশায় কৃতিত্বের পরিচয় দিচ্ছেন। তারা সাফল্য অর্জন করছেন সৃজনশীল বিভিন্ন কাজে। এমনি একজন সফল নারী ড. নাসরিন ইসলাম। তিনি বাংলাদেশের লোকসংগীতের উপর গবেষণা করে আন্তর্জাতিক খ্যাতি পেয়েছেন। তথ্যচিত্র নির্মাণে তিনি কৃতিত্বের পরিচয় দিয়েছেন এবং দেশীয় ও আন্তর্জাতিক সম্মাননা পেয়েছেন। আজ আমরা কথা বলবো তার সঙ্গে, শুনবো তার জীবনের গল্প। আমাদের অনুষ্ঠানে তাকে স্বাগত জানাই।

নারী নির্মাতারা বেশি ধৈর্য্যশীল : নাসরীন ইসলাম, চলচ্চিত্র নির্মাতা

সাক্ষাৎকার

ড. নাসরিন ইসলাম সাক্ষাৎকারে শোনান তার নির্মাতা হয়ে ওঠার গল্প। তার নির্মিত প্রথম তথ্যচিত্র হলো ‘স্বাধীনতার ডাক টিকেট’। ২০১৯ সালে মুক্তি পাওয়া  এই চলচ্চিত্রে তিনি তুলে ধরেন ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে স্বাধীন বাংলাদেশের ডাক টিকেট প্রকাশের সাহসী ও গৌরবজনক ইতিহাস। অনেক অজানা তথ্য প্রকাশ হয়েছে এই তথ্যচিত্রে।  তিনি আরও নির্মাণ করেন তথ্যচিত্র ‘স্বাধীনতার পোস্টার’ এবং ‘রং তুলিতে মুক্তিযুদ্ধ’।

নারী নির্মাতাদের প্রসঙ্গে ড.নাসরিন ইসলাম বলেন, নারীরা সাধারণত অনেক ধৈর্যশীল। তাই তাদের পক্ষে ভালো চলচ্চিত্র নির্মাণ করা সম্ভব। তবে সেজন্য চাই একাগ্রতা ও এগিয়ে যাওয়ার মনোবল। তিনি মনে করেন নারী ও পুরুষ সকল নির্মাতাই যদি তার বিষয়বস্তু এবং কাজের বেলায় কমিটেড থাকেন তাহলে ভালো চলচ্চিত্র নির্মাণ করতে পারবেন।

 

চীনে নারীদের আরও ভাল আইনি সহায়তা দেওয়ার উদ্যোগ

সুপ্রিয় শ্রোতা, চীনে নারীদের আগের চেয়ে আরও ব্যাপকভাবে আইনি সহায়তা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে বিস্তারিত প্রতিবেদনে

মামলা-মোকদ্দমায় অসহায় নারীদের আইনী সহায়তা বৃদ্ধি করতে একটি বিশেষ কর্মসূচি শুরু করেছে চীনের সুপ্রিম পিপল’স প্রকিউরেটরেট এবং সর্বচীন নারী ফেডারেশন।

এই কর্মসূচি চলতি বছরের শেষ পর্যন্ত চলবে এবং কর্মসূচি চলাকালে নারীদের আইনী সহায়তা ও বিশেষজ্ঞ সেবার সুযোগ বাড়াতে প্রকিউরেটরিয়াল অঙ্গপ্রতিষ্ঠানগুলো নারী ফেডারেশনের সঙ্গে কাজ করবে।

দারিদ্র্যের মধ্যে ফিরে যাওয়ার ঝুঁকিতে থাকা গ্রামীণ নারী এবং পারিবারিক সহিংসতা, যৌন নিপীড়ন, পাচার ও অন্যান্য অপরাধের শিকার মহিলারা এ সহায়তা পাবেন।

এছাড়া গুরুতর অসুস্থ বা প্রতিবন্ধী নারী, সমর্থনহীন বয়স্ক মহিলা বা যাদের সহায়তাপ্রদানকারীরা এখন পর্যাপ্ত সাহায্য দিতে পারছেন না তারা এ সেবার আওতায় থাকবেন।

গান : কাজাখ লোকগীতি

চীনের উইগুর স্বায়ত্বশাসিত অঞ্চল সিনচিয়াংয়ে বাসকারী সংখ্যালঘু জাতিদের অন্যতম কাজাখ জাতি। কাজাখ জাতির সাংস্কৃতিক ঐতিহ্য বেশ সমৃদ্ধ। কাজাখ জাতির মানুষদের একটি প্রধান পেশা হলো পশুপালন। বসন্তে কাজাখ পশুপালকরা তাদের গবাদি পশুর পাল নিয়ে চলে যায় চারণভূমিতে। গ্রামে রয়ে যায় তাদের প্রিয়জনেরা। গ্রামে রয়ে যাওয়া প্রিয়তমার জন্য কাজাখদের অনেক লোকগীতি রয়েছে। এখন শুনবো এমন একটি লোকগীতি। এই রাখালিয়া গানে ফুটে উঠেছে একজন কাজাখ রাখাল ও তার দূরে রয়ে যাওয়া প্রিয়তমার মনের বেদনা। গানটি দ্বৈতকণ্ঠে পরিবেশন করেছেন বিখ্যাত কাজাখ লোকশিল্পী আসার জাহান এবং গুলকিরা মাওলেত। 

মেয়ের জন্য নক্ষত্র আনলেন ওয়াং ইয়া ফিং

 

মহাকাশ স্টেশন নির্মাণে  দীর্ঘ ৬ মাসের সফল মিশন শেষে পৃথিবীতে ফিরেছেন তিন চীনা নভোচারী। আর ওয়াং ইয়াফিং হলেন তাদের মধ্যে একজন। নারী নভোচারী হিসেবে তিনি রেকর্ড গড়েছেন। তিনি এক সন্তানের জননী।

মা ফিরে এসেছে এমন খবরে তাঁর একমাত্র মেয়ে ভীষণ খুশি।

ওয়াং ইয়াফিং। চীনের  শেনচৌ-১৩ মানববাহী মহাকাশ মিশনের থাইকোনট। স্পেস স্টেশন নির্মানের ১৮০ দিনের সফল মিশন শেষে পৃথিবীর বুকে ফিরে এসেছেন ওয়াং। গত শনিবার ওয়াংসহ তিন চীনা নভোচারী নিরাপদে পৃথিবীতে ফেরেন।

এসময় ওয়াং চায়না মিডিয়া গ্রুপকে দেয়া এক বিশেষ সাক্ষাতকারে চীনা জনগণকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। তাদের সমর্থন তাকে অনুপ্রেরণা দিয়েছে বলে জানান তিনি। এসময় ওয়াং আবেগ আপ্লুত হয়ে একমাত্র কন্যার উদ্দেশ্যে বলেন,  আমি তোমার জন্য আকাশের তারাকে নিয়ে এসেছি।

 

 

পেইন্টিংয়ে নারীর জীবন

সুপ্রিয় শ্রোতা, চীনের মিং ও ছিং রাজবংশের সময়ে কেমন ছিল নারীদের সামাজিক জীবন, সে  বিষয়ে অনেক শিল্পকর্ম রয়েছে। চলুন শোনা যাক প্রতিবেদনে।

শিল্পকলায় নারীকে বিষয় করে যুগে যুগে সৃষ্টি হয়েছে অমর শিল্প। চীনের মিং ও ছিং রাজবংশের সময় নারীর জীবনধারাকে উপজীব্য করে একটি পেইন্টিং প্রদর্শনীর আয়োজন করা হয়েছে সম্প্রতি।

পূর্ব চীনের আনহুই প্রদেশের আনহুই জাদুঘরে চলছে এই পেইন্টিং প্রদর্শনী। ১০০টি পেইন্টিং এখানে প্রদর্শিত হচ্ছে। এগুলোতে উঠে এসেছে ১৩৬৮ থেকে ১৯১১ সাল পর্যন্ত বিভিন্ন যুগে চীনা নারীদের জীবনযাপন।

বিয়ে, পরিবার, সমাজে নারীর জীবন ও অবস্থান তুলে ধরা হয়েছে এইসব শিল্পকর্মে। মিং ও ছিং রাজবংশের সময়ে শিল্পীদের আঁকা যেমন এখানে রয়েছে তেমনি পরবর্তিকালের শিল্পীদের আঁকা ওই সময়ের চিত্রও এখানে উঠে এসেছে। আনহুই ও অন্যান্য প্রদেশের শিল্পীদের শিল্পকর্ম রয়েছে এখানে। আধুনিক মাল্টিমিডিয়া প্রযুক্তির ব্যবহারের ফলে জীবন্ত হয়ে উঠেছে সেই সময়ের  নারীর জীবনধারা।

৩০ মার্চ শুরু হওয়া প্রদর্শনীটি চলবে জুনের ৮ তারিখ পর্যন্ত।

নারী ও শিশুদের জন্য স্বাস্থ্য নীতি গ্রহণ করছে চীন

 

সুপ্রিয় শ্রোতা, চীনের নারী ও শিশুদের স্বাস্থ্যসেবা বাড়ানোর জন্য একটি বড় পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত প্রতিবেদনে

চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন  (ন্যাশনাল হেলথ কমিশন) ২০৩০ সালের মধ্যে নারী ও শিশুদের স্বাস্থ্যসেবা বাড়ানোর জন্য অনেক বড় লক্ষ্যমাত্রা অর্জনের একটি বাস্তবায়ন পরিকল্পনা উন্মোচন করেছে।

পরিকল্পনা অনুসারে ২০৩০ সালের মধ্যে, প্রতি ১০০০ শিশুর চিকিৎসা প্রতিষ্ঠানে সেবাদানকারী শিশু বিশেষজ্ঞ এবং শয্যার গড় সংখ্যা যথাক্রমে ১.১২ এবং ৩.১৭-এ উন্নীত হবে।

পরিকল্পনায় বলা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে সার্ভিকাল ক্যান্সার স্ক্রীনিং প্রাপ্ত যোগ্য মহিলাদের অনুপাত ৭০ শতাংশ ছাড়িয়ে যাবে, যখন মা থেকে শিশুতে এইচআইভি/এইডস সংক্রমণের হার ২  শতাংশের নিচে নেমে আসবে।

লক্ষ্য অর্জনের জন্য এই পরিকল্পনায় চিকিৎসার পাশাপাশি প্রতিরোধ ব্যবস্থাকে সমন্বয় করা হয়েছে। ঐতিহ্যবাহী চায়নিজ মেডিসিন এবং পাশ্চাত্যের ওষুধ উভয় পদ্ধতিই অন্তর্ভুক্ত রয়েছে।

এটি মাতৃ ও শিশুমৃত্যুর হার কমানো, বিবাহপূর্ব এবং প্রসবপূর্ব চিকিৎসা পরীক্ষার কভারেজ সম্প্রসারিত করা এবং শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে টিকাদান প্রচারাভিযান বৃদ্ধি সহ বিভিন্ন লক্ষ্য অর্জন করবে।

সুপ্রিয় শ্রোতা আকাশ ছুঁতে চাই অনুষ্ঠানের শেষ পর্যায়ে পৌঁছে গেছি আমরা।

আমাদের অনুষ্ঠান আপনারা সবসময় শুনতে পাবেন শর্ট ওয়েভ ৯ হাজার ৪শ ৯০ এবং শর্ট ওয়েভ ১১ হাজার ৬শ ১০ কিলোহার্টজে। আরও শুনতে পাবেন সিআরআই বাংলার ওয়েবসাইটে এবং অবশ্যই আমাদের ফেসবুক পেজে। জেনে নিন আমাদের ইমেইল অ্যাডরেস, cmg.bangla@gmail.com আমাদের ফেসবুক পেজ facebook.com/CRIbangla এবং facebook.com/CMGbangla এবংআমাদের সাক্ষাৎকারগুলো ইউটিউবে দেখতে পাবেন। youtube.com/CMGbangla.

আজ এ পর্যন্তই। সুস্থ থাকুন ভালো থাকুন। আবার কথা হবে। চাই চিয়েন।

সার্বিক  সম্পাদনা: ইয়ু কুয়াং ইউয়ে আনন্দী

লেখা, গ্রন্থনা, উপস্থাপনা : শান্তা মারিয়া

চীনে নারীদের আরও ভাল আইনি সহায়তা দেওয়ার উদ্যোগ প্রতিবেদন: শিহাবুর রহমান

মেয়ের জন্য নক্ষত্র আনলেন ওয়াং ইয়া ফিং প্রতিবেদন রওজায়ে জাবিদা ঐশী

পেইন্টিংয়ে নারীর জীবন ও নারী ও শিশুদের জন্য স্বাস্থ্য নীতি গ্রহণ করছে চীন প্রতিবেদন শান্তা মারিয়া

অডিও সম্পাদনা: রওজায়ে জাবিদা ঐশী