হুয়াং ইয়া লি
2022-04-21 10:33:43

আজকের অনুষ্ঠানে চীনের জনপ্রিয় একজন গায়িকার সঙ্গে আপনাদেরকে পরিচয় করিয়ে দেবো, তার নাম হুয়াং ইয়া লি। তিনি মিষ্টি ও শক্তিশালী কণ্ঠের জন্য পরিচিত। একটি সংগীত প্রতিযোগিতার মাধ্যমে তার পেশাদার শিল্পী-জীবন শুরু হয়, এখন পর্যন্ত তিনি অনেক জনপ্রিয় গান গেয়েছেন। বন্ধুরা, আজকের অনুষ্ঠানে আমরা একসঙ্গে তার কিছু সুন্দর গান শুনবো। অনুষ্ঠানের শুরুতে শুনুন ইয়াং খুনের দারুণ জনপ্রিয় একটি গান ‘ভালোবাসা’।গান ১

 

হুয়াং ইয়া লি ১৯৮৯ সালে চীনের হুনান প্রদেশের রাজধানী ছাংশা শহরে জন্মগ্রহণ করেন। ছোট থেকে তিনি গান গাইতে বেশ পছন্দ করতেন। ২০০৫ সালে চীনের একটি জনপ্রিয় টিভি সংগীত প্রতিযোগিতা ‘সুপার গার্ল’ শুরু হয়। মাত্র ১৬ বছর বয়সী হুয়াং ইয়া লি এতে অংশগ্রহণ করেছেন। প্রতিযোগিতায় সবচেয়ে ছোট হলেও তার পারফর্ম্যান্স ছিল চমত্কার এবং অনেক দর্শক তা পছন্দ করেছে। অবশেষে ছোট্ট মেয়েটি ষষ্ঠ স্থান জয় করে। এরপর তার পেশাদার শিল্পীজীবন শুরু হয়। বন্ধুরা, এখন সেই প্রতিযোগিতায় তার একটি সুন্দর গান ‘শা ফো লাং’ শুনুন।গান ২


২০০৬ সালে হুয়াং ইয়া লি তার প্রথম অ্যালবাম ‘বাচ্চা’ প্রকাশ করেন। এই অ্যালবাম প্রকাশের পরই অনেক জনপ্রিয় হয়। অল্প সময়ের মধ্যে ২ লাখেরও বেশি কপি বিক্রি হয়। তিনি এজন্য গ্লোবাল চীনা সংগীত বোর্ডের বার্ষিক সবচেয়ে জনপ্রিয় গায়িকা হন। বন্ধুরা, এখন শুনুন এই অ্যালবামে হুয়াং ইয়া লি’র খুব জনপ্রিয় একটি গান ‘প্রজাপতি ঝরনার পাশে’। গানটি একটি চীনা বৈশিষ্ট্যময় প্রফুল্ল গান। এতে বসন্তকালে এই গ্রামের সুন্দর দৃশ্য ফুটে উঠেছে। বন্ধুরা, এখন গানটি শুনি।গান ৩

 

প্রথম অ্যালবাম প্রকাশের পর হুয়াং ইয়াং লি অস্থায়ীভাবে সংগীত সাধনা বন্ধ করে স্কুলের পড়াশোনায় ফিরে যান। তিনি আগে কখনও সংগীতের প্রশিক্ষণ নেননি। তাই ২০০৭ সালে হুয়াং ইয়া লি সিঙ্গাপুরে সংগীত শিখতে যান। দুই বছর পর তিনি দ্বিতীয় অ্যালবাম ‘ভয় পাবে না’ প্রকাশ করেন। একজন নতুন গায়িকা হিসেবে হুয়াং ইয়া লি প্রশংসা পাওয়ার পাশাপাশি অনেক সমালোচনাও কুড়িয়েছেন। তিনি এই অ্যালবামের নাম দিয়েছেন ‘ভয় পাবে না’। বন্ধুরা, এখন আমরা অ্যালবাম থেকে হুয়া ইলা লির একটি সুন্দর গান ‘প্রিয় মানুষ এখানে অপেক্ষা করছে’ শুনবো।গান ৪

 

২০১০ সালে হুয়াং ইয়া লির তৃতীয় অ্যালবাম ‘সাবেক বান্ধবী’ মুক্তি পায়। এই অ্যালবাম থেকে তার সংগীতশৈলী আরো পরিপক্ব হয়, তিনি প্রথমবারের মতো নিজে গান রচনা করেছেন। অ্যালবামটি তাইওয়ান ও চীনের মূলভূখণ্ডেও অনেক জনপ্রিয় হয়। বন্ধুরা, এখন শুনুন এই অ্যালবামে হুয়াং ইয়া লি’র একটি সুন্দর গান ‘তোমার হাসি মিস করি’।গান ৫

 

২০১১ সাল থেকে গান গাওয়ার পাশাপাশি হুয়াং ইয়া লি অনেক নতুন কাজ করেছেন। যেমন, টিভি অনুষ্ঠান হোস্ট করা, চলচ্চিত্রে অভিনয় করা, আর্ট শো আয়োজন করা ইত্যাদি। ২০১৫ সাল থেকে তিনি চীনের কনসার্ট ট্যুর আয়োজন করেন। বন্ধুরা, এখন শুনুন হুয়াং ইয়া লি’র একটি জনপ্রিয় গান ‘উইশ’। গানটি একটি প্রেমের নাটকের থিম সোং, এতে দুজনের খুব মনোমুগ্ধকর প্রেমের গল্প বলা হয়। চলুন, গানটি শুনি।গান ৬

 

বন্ধুরা, অনুষ্ঠানের শেষ পর্যায়ে আমরা হুয়াং ইয়া লি’র আরেকটি সুন্দর গান ‘আমার আলো’ শুনবো। আশা করি, আপনারা তার গানগুলো পছন্দ করবেন।গান ৭


বন্ধুরা, আজকের অনুষ্ঠান তাহলে এখানেই শেষ করছি। আশা করি, আমাদের অনুষ্ঠানে প্রচারিত গানগুলো আপনাদের ভালো লেগেছে। এএখন বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন ও সুস্থ থাকুন। আবার কথা হবে। চাই চিয়ান।