চীন-মরিশাস কূটনৈতিক সম্পর্ক প্রসঙ্গ
2022-04-21 08:17:29


এপ্রিল ২১: চলতি বছর ১৫ই এপ্রিল চীন ও মরিশাসের মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৫০তম বার্ষিকী। কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার পর থেকে চীন ও মরিশাস বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং ফলপ্রসূ অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা উপভোগ করছে। এই বিষয়ে মরিশাসে চীনের রাষ্ট্রদূত চু লি ইং সিএমজি-কে দেওয়া এক সাক্ষাত্কারে বলেছেন, কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৫০তম বার্ষিকী চীন-মরিশাস সম্পর্কের একটি মাইলফলক এবং দুই দেশের মধ্যে সহযোগিতার একটি নতুন সূচনাবিন্দু। আশা করা যায়, দুই দেশ আরও ঘনিষ্ঠভাবে সহযোগিতা করবে, বন্ধুত্বকে গভীরতর করবে, পারস্পরিক আস্থা বাড়াবে এবং দুই দেশের মধ্যে সম্পর্ক একটি নতুন স্তরে পৌঁছাবে।

১৯৭২  সালের ১৫ই এপ্রিল কূটনৈতিক সম্পর্ক স্থাপনের পর থেকে চীন ও মরিশাসের মধ্যে বন্ধুত্বপূর্ণ ও সহযোগিতামূলক সম্পর্ক ধীরে ধীরে গভীর থেকে গভীরতর হতে থাকে। বিগত ৫০ বছরে রাজনৈতিক আদান-প্রদান, অর্থনৈতিক সহযোগিতা, এবং সাংস্কৃতিক বিনিময়ের মতো ক্ষেত্রগুলোতে মনে রাখার মতো অনেক ঐতিহাসিক মুহূর্ত রয়েছে দুই দেশের। বিশেষ করে, ২০১৮ সালে চীনা প্রেসিডেন্ট সি চিন পিং মরিশাসে একটি শুভেচ্ছাসফরে যান এবং মরিশাসের প্রধানমন্ত্রী চীন-আফ্রিকা সহযোগিতা ফোরামের বেইজিং শীর্ষ সম্মেলনে যোগ দিতে চীনে আসেন। এই দুটি সফর দু’দেশকে আরও কাছাকাছি এনেছে।

কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার পর থেকে গত ৫০ বছরে দুই দেশ অর্থনীতি ও বাণিজ্যে ফলপ্রসূ সহযোগিতা করেছে। রাষ্ট্রদূত চু বলেন, “চীন বহু বছর ধরে মরিশাসের বৃহত্তম বাণিজ্যিক অংশীদার। ২০২১ সালের জানুয়ারিতে চীন-মরিশাস মুক্ত বাণিজ্য চুক্তি কার্যকর হয়, যা চীন এবং একটি আফ্রিকান দেশের মধ্যে প্রথম মুক্ত বাণিজ্য চুক্তি। এ চুক্তি চীন-মরিশাস অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্কে নতুন প্রেরণা যোগায়।”

মুক্ত বাণিজ্যচুক্তি কার্যকর হওয়া এবং আফ্রিকান মুক্ত বাণিজ্য এলাকা চালু হওয়ায় মরিশাস চীন ও আফ্রিকার মধ্যে সহযোগিতার সেতু হিসেবে চিহ্নিত হতে থাকে। পরিসংখ্যান অনুসারে, চীনের সঙ্গে মরিশাসের দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ ২০২১ সালে ২৫.৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে। মরিশাসের বিশেষ পণ্য যেমন চিনি, ফিনিক্স বিয়ার এবং রাম চীনা বাজারে জনপ্রিয় হয়ে উঠছে।

চীন ও মরিশাসের মধ্যে ব্যাপক ও গভীর সাংস্কৃতিক আদান-প্রদান দুই দেশের মানুষকে আরও কাছাকাছি এনেছে। রাষ্ট্রদূত চু বলেন, ‘মরিশাস একটি বহু সংস্কৃতির দেশ এবং চীনা সংস্কৃতিকে মরিশাসে ব্যাপকভাবে স্বাগত জানানো হয়।‘ মরিশাস হলো একমাত্র আফ্রিকান দেশ যেখানে চীনের বসন্ত উত্সবের সময় সরকারি ছুটি থাকে। এটিই প্রথম দেশ যে-দেশের ব্যাঙ্ক নোটে চীনা প্রতিকৃতি মুদ্রিত আছে। মরিশাসের জিংশি, জুবি এবং দাগাং জেলা চীনের ফোশান, দাকিং, চাংঝো, মেইঝো এবং কিংডাওর সিস্টার সিটি। বছরের পর বছর ধরে, দুই দেশ চায়না কালচারাল সেন্টার, কনফুসিয়াস ইনস্টিটিউট এবং সিস্টার সিটি প্ল্যাটফর্মের মাধ্যমে পারস্পরিক সম্পর্ক জোরদার করে আসছে।  শিক্ষা ও সাহিত্য খাতে দু’দেশের মধ্যে আদান-প্রদান ও সফর বিনিময় বেড়েছে। আজকাল ক্রমবর্ধমান হারে মরিশাসের তরুণ-তরুণীরা অধ্যয়নের জন্য চীনকে বেছে নিচ্ছেন।

কোভিড-১৯ মহামারীর ক্রমাগত বিস্তারের মুখে, চীন এবং মরিশাস একে অপরকে সমর্থন করছে এবং একসাথে মহামারীর বিরুদ্ধে লড়াই করছে, যা দুই দেশের মানুষের গভীর বন্ধুত্বের প্রতিফলন। রাষ্ট্রদূত ঝু বলেন, চীন ও মরিশাস মহামারী চলাকালে একে অপরের পাশে দাঁড়িয়েছে। মহামারীর বিরুদ্ধে লড়াইয়ে এ দু’দেশের সহযোগিতা দৃষ্টান্তস্বরূপ।

চীনে যখন মহামারী প্রথম দেখা দিল, তখন মরিশাসের প্রধামন্ত্রী চীনা প্রেসিডেন্ট সি চিন পিংকে লেখা চিঠিতে বলেছিলেন যে, তাঁর দেশ চীনের পাশে আছে। আবার মরিশাসে মহামারী ছড়িয়ে পড়ার পর  চীন প্রথম দেশ হিসেবে মরিশাসের পাশে গিয়ে দাঁড়ায়। এক জটিল সময়ে যখন মরিশাসের জরুরিভিত্তিতে ভ্যাকসিনের প্রয়োজন হয়, তখন চীন সাহায্যের হাত বাড়িয়ে দেয় এবং চার চার বার ভ্যাকসিন সরবরাহ করে। দু’দেশের সম্পর্ক ভবিষ্যতে আরও জোরদার হবে, এমনটা আশা করাই যায়। (ওয়াং হাইমান/আলিম/স্বর্ণা)