সারা দেশের ২২টি জিওপার্ক যৌথভাবে তৃতীয় এশিয়া-প্যাসিফিক জিওপার্ক সপ্তাহ আয়োজন করবে
2022-04-21 18:49:45

 

এপ্রিল ২১: ৫৩তম বিশ্ব ধরিত্রী দিবস ঘনিয়ে আসছে। সারা দেশর ২২টি জিওপার্ক যৌথভাবে ৩য় এশিয়া-প্যাসিফিক জিওপার্ক সপ্তাহ আয়োজনের প্রস্তুতি নিচ্ছে। এর লক্ষ্য হলো জলবায়ু পরিবর্তনের দিকে মনোযোগ দেওয়া এবং পৃথিবীর যত্ন নেওয়ার জন্য জনসাধারণকে গাইড করা। পাশাপাশি, জিওপার্কে জনপ্রিয় বিজ্ঞান প্রচার ও শিক্ষার ভূমিকা তুলে ধরা।

 

এবারের ইভেন্টের থিম হলো ‘মানুষ ও প্রকৃতির মধ্যে সুরেলা সহাবস্থান’। এই ইভেন্ট ২২ থেকে ২৮ এপ্রিল ২২টি জিওপার্কে একযোগে অনুষ্ঠিত হবে। ইভেন্ট চলাকালীন ২২টি জিওপার্ক অনলাইন ও অফলাইনে বিভিন্ন ধরনের কার্যক্রম আয়োজন করবে।

(জিনিয়া/তৌহিদ/শুয়েই)