সিঁড়িক্ষেত
2022-04-21 17:45:43

এপ্রিল ২১: ‘সিঁড়ির মতো জমি’ হল পাহাড়ে চাষাবাদের জমি। চীনের ‘সিঁড়ি জমির’ ইতিহাস ছিন রাজবংশের আমল থেকে। হাজার বছর ধরে পাহাড়ি এলাকার জনগণ এমন বিশেষ চাষাবাদের পদ্ধতির মাধ্যমে জীবনযাপন করত। এমন জমিকে ‘প্রকৃতির শিল্পকর্ম’ হিসেবে আখ্যায়িত করা হয়।