এপ্রিল ২০: ইউনেস্কোর বিশ্ব সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে আবেদনের পর গুরুত্বপূর্ণ অবস্থায় পৌঁছেছে ‘বেইজিংয়ের কেন্দ্রীয় অক্ষ’। ‘বেইজিংয়ের কেন্দ্রীয় অক্ষ’ ইয়ংতিং গেট থেকে বেল-ড্রাম টাওয়ার পর্যন্ত বিস্তৃত। ৭.৮ কিলোমিটার দীর্ঘ কেন্দ্রীয় অক্ষ হলো প্রাচীন রাজধানী বেইজিংয়ের প্রতীক এবং বিশ্বের দীর্ঘতম ‘শহুরে কেন্দ্রীয় পথ’। বেইজিংয়ের কেন্দ্রীয় অক্ষ বেইজিংয়ের মেরুদণ্ড। বেইজিংয়ের কেন্দ্রীয় অক্ষ চীনা সভ্যতার বৈশিষ্ট্য এবং সাংস্কৃতিক বৈচিত্র্যের ঐতিহ্য প্রতিফলিত করেছে।
কেন্দ্রীয় অক্ষের ইতিহাস সমাজের উত্থান-পতন এবং ‘দ্বৈত অলিম্পিকের শহরের’ সাক্ষী।
(জিনিয়া/তৌহিদ/শুয়েই)