এপ্রিল ২০: ‘গ্রেইন রেইন’ বা ‘শস্য বৃষ্টির’ সময় উত্তর গোলার্ধে সহনীয় তাপমাত্রা এবং প্রচুর বৃষ্টিপাত হয়। দক্ষিণ চীনের চা গাছ থেকে চা-পাতা তোলার মৌসুম এসেছে।
শীতে সুস্থ হওয়ার পর চা গাছের রং, স্বাদ ও গন্ধের দিক থেকে সেরা অবস্থায় পৌঁছায়।
অনেক চা চাষী বিশ্বাস করেন যে, এই মৌসুমের নতুন চা সবচেয়ে ভালো চা। গ্রেইন রেইন-এর দিনে বাছাই করা তাজা চা পাতা থেকে তৈরি শুকনো চা শারীরিক সমস্যা দূর করে এবং দৃষ্টিশক্তি উন্নত করার ক্ষেত্রে ভূমিকা পালন করে।
(লিলি/তৌহিদ/শুয়ে)