লাসা নদীর পরিবেশ অনেক উন্নত হয়েছে
2022-04-20 10:18:20

এপ্রিল ২০: বিগত বছরগুলোতে তিব্বতের লাসা নদীর প্রাকৃতিক পরিবেশ উন্নত করার প্রচেষ্টা চলেছে। এ প্রচেষ্টা সফলও হয়েছে বলা চলে। লাসা নদীকে তিব্বতি ভাষায় জিকু বলা হয়, যার অর্থ ‘সুখী নদী’। লাসা নদী ব্রহ্মপুত্র নদীর একটি শাখানদী। নদীর দুই তীরের পাহাড়গুলোর উচ্চতা সমুদ্রসৃষ্ঠ থেকে ৩৬০০ ও ৫৫০০ মিটারের মধ্যে। লাসা নদী বিশ্বের সর্বোচ্চ নদীগুলোর অন্যতম। সবুজ ও স্বচ্ছ লাসা নদীর দুপাশে উইলো গাছ এবং দূরের কুয়াশাচ্ছন্ন পাহাড় একটি শান্ত ও সুন্দর প্রাকৃতিক দৃশ্য সৃষ্টি করেছে। (ইয়াং/আলিম/হাইমান)