জেং চৌংচি
2022-04-20 09:10:51

জেং চৌংচি ১৯৭২ সালের ৯ মার্চ চীনের তাইওয়ান প্রদেশের সিনজু’তে জন্মগ্রহণ করেন। তিনি হংকংয়ের একজন গায়ক ও অভিনেতা।  

 

১৯৯৬ সালে তিনি তাইওয়ানের শোবিজে প্রবেশ করে প্রথম ম্যান্ডারিন ভাষার অ্যালবাম “দ্বিধা” প্রকাশ করেন। অ্যালবামে রয়েছে তাঁর প্রথম নিজের সৃষ্ট গান “একটি পুরনো গানের মতো”। গানটি ছিল অ্যালবামের দশম বা শেষ গান। প্রথম তৈরি গানটিতে তাঁর নিজের এবং তাঁর অনুরাগীদের জন্য গুরুত্বপূর্ণ তাত্পর্য রয়েছে। একই বছর তিনি অন্য একজন গায়কের জন্য “স্লিপওয়াক” তৈরি করেন।

 

১৯৯৬ সালে জেং চৌংচি তাঁর দ্বিতীয় ম্যান্ডারিন ভাষার অ্যালবাম প্রকাশ করেন। অ্যালবামের নাম “আমাকে ভালোবাসবে না”। অ্যালবামে মোট ১২টি গান অন্তর্ভুক্ত হয়। শিরোনাম সংগীত “আমাকে ভালোবাসবে না” ছাড়াও আরেকটি গান খুব জনপ্রিয় ছিল। গানের নাম “প্রেমের অসুস্থতা অকেজো”।

 

১৯৯৭ সালে জেং চৌংচি হংকংয়ে তাঁর প্রথম ক্যান্টোনিজ ভাষার অ্যালবাম প্রকাশ করেন। একই বছর তিনি তাইওয়ানে প্রথম ম্যান্ডারিন ভাষার ইপি প্রকাশ করেন। তারপর আবার তাইওয়ানে তৃতীয় ম্যান্ডারিন ভাষার অ্যালবাম “কখনো বলব না তোমাকে ভালোবাসি” এবং চতুর্থ ম্যান্ডারিন ভাষার অ্যালবাম “প্রেমে পড়া বন্ধ করি” প্রকাশ করেন। 

 

“আগে পরে” জেং চৌংচি’র একটি ক্যান্টোনিজ ভাষার গান। গানটি ২০০৫ সালের জুনে তাঁর প্রকাশিত একই নামের ক্যান্টোনিজ ভাষার অ্যালবামে অন্তর্ভুক্ত হয়। গানটি পাশাপাশি একটি চলচ্চিত্রের থিম সং। ২০০৫ সালের ডিসেম্বরে গানটি পরপর দু’টো পুরস্কার জিতে এবং ২০০৬ সালে হংকং দশটি সেরা চীনা গোল্ড সং পুরস্কার এবং ২০০৫ সালে বছরের সেরা ১০টি সেরা গান পুরস্কার জিতে। 

 

“রোম্যান্স তৈরি করা” ১৯৯৭ সালের অগাস্টে জেং চৌংচি এবং হংকংয়ের অন্য একজন গায়িকা কেলি ছেনের দ্বৈত গান। রোম্যান্স তৈরি করা পাশাপাশি এক ধরনের সামাজিক সংস্কৃতি। এক জোড়া প্রেমিক-প্রেমিকার মধ্য একে অপরকে যত্ন নেয়ার পাশাপাশি মাঝেমাঝে রোম্যান্স তৈরি করে দু’জনের জীবনে কিছু ভাবপ্রবণতা বাড়ানো উচিত, তাইনা? তাহলে আজকের অনুষ্ঠানের শেষে আমি এ গানটি আপনাদের শোনাব। 

 

(প্রেমা/এনাম)