‘প্রতিদিন তোমাকে আরো ভালোবাসছি’
2022-04-20 19:43:11

বন্ধুরা, আজকের অনুষ্ঠানে আপনাদেরকে চীনের খুব জনপ্রিয় কণ্ঠশিল্পী চাং সুয়েই ইউ-এর সঙ্গে পরিচয় করিয়ে দেবো এবং তার কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনাবো।

 

চাং সুয়েই ইউ, ১৯৬১ সালের ১০ জুলাই চীনের হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চলে জন্মগ্রহণ করেন। তিনি হলেন হংকংয়ের বিখ্যাত কণ্ঠশিল্পী ও অভিনেতা।

 

১৯৯৫ সালে চাং সুয়েই ইউ টানা দুই বছর ধরে ‘ওয়ার্ল্ড মিউজিক অ্যাওয়ার্ডসের’ বিশ্বে সবচেয়ে বেশি অ্যালবাম বিক্রি হওয়া চীনা কণ্ঠশিল্পীর পুরস্কার পান।

 

১৯৯৮ সালে চাং সুয়েই ইউ নবম তাইওয়ানের গোল্ডেন মেলডি অ্যাওয়ার্ডসের শ্রেষ্ঠ পুরুষ কণ্ঠশিল্পীর পুরস্কার লাভ করেন। ২০০১ সালে চাং সুয়েই ইউ ২৩তম The Golden Needle Award পান।

 

২০০৭ সালের মার্চ মাস থেকে ২০০৮ সালের জানুয়ারি মাস পর্যন্ত চাং সুয়েই ইউ  ১০৫টি ওয়ার্ল্ড ট্যুর কনসার্ট আয়োজন করেন। এজন্য তার নাম গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে স্থান পায়। 

২০১০ সালের ২৯ জানুয়ারি, চাং সুয়েই ইউ জাজ স্টাইলের অ্যালবাম ‘private corner’ প্রকাশ করেন।

 

বন্ধুরা, এখন শুনুন চাং সুয়েই ইউ-এর গান ‘প্রতিদিন তোমাকে আরো ভালোবাসছি’। গানের কথাগুলো এমন: তুমি আমার জন্য জীবনের নতুন জানালা খুলে দিয়েছো, মনের দ্বার খুলে দিয়েছো। আশা দিয়েছো। তুমি আমাকে দুর্বল না হওয়ার যুক্তি দিয়েছো। এই বিশ্বে কি চিরদিন থাকতে পারে, আমাদের ভালোবাসা অন্যতম শক্তি। প্রতিদিন তোমাকে আরো বেশি ভালোবাসি, তোমাকে আরো বেশি ভালোবাসা দিতে চাই।

আচ্ছা, শুনুন গানটি।

 

প্রিয় বন্ধুরা, এখন শুনুন চাং সুয়েই ইউ-এর গান ‘শরত্কালের অনুভূতি’। গানের কথায় বলা হয়, শরত্কালের অনুভূতি, এত বেশি। তুমি চলে গেছো, হৃদয়ে পড়ে আছে শরত্কাল। বিদায় এত বেশি, পাতা পড়ার সময় বিদায় বেশি। তোমার হাত ধরি, মনে রাখি। তুমি মনে রাখো, সেই প্রতিশ্রুতি।

আচ্ছা, শুনুন এই সুন্দর গান।

 

প্রিয় শ্রোতাবন্ধুরা, এখন শুনুন চাং সুয়েই ইউ-এর গান ‘সে আমার কনসার্ট শুনতে এসেছে’। গানের কথাগুলো এমন: সে আমার কনসার্ট শুনতে এসেছে। ১৭  বছরের প্রথম প্রেমের প্রথম দেখায়। ছেলে তার জন্য পুরো রাত লাইন ধরে, আধা বছরের সঞ্চিত টাকা দিয়ে টিকিট কিনেছে। আমার গানে সে মাতাল হয়েছে, আমার গানে সে দুঃখ পেয়েছে।

আচ্ছা, শুনুন গানটি।

 

প্রিয় শ্রোতাবন্ধুরা, আজকের অনুষ্ঠানে আপনাদেরকে চীনের জনপ্রিয় কণ্ঠশিল্পী চাং সুয়েই ইউ-এর সঙ্গে পরিচয় করিয়ে দিলাম এবং তাঁর কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনালাম। আশা করি, গানগুলো আপনাদের ভালো লেগেছে। আজকের অনুষ্ঠান এখানেই শেষ হলো। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। পরের আসরে আবারও কথা হবে।

(শুয়েই/তৌহিদ/সুবর্ণা)