এপ্রিল ১৯: ‘গ্রেন রেইন’ বা ‘শস্য বৃষ্টি’ হলো চীনের প্রথাগত চব্বিশটি সৌরপদের মধ্যে ষষ্ঠ সৌরপদ এবং একটি বসন্তকালের শেষ সৌরপদও বটে। এ বছরের ২০ এপ্রিল বৃষ্টিপাত হয়েছে।
‘শস্য বৃষ্টি’ শব্দটি ‘বৃষ্টিতে শত রকমের শস্য উত্পন্ন হওয়া’ অর্থ থেকে নেওয়া হয়েছে। এ সময় বৃষ্টিপাত উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়। ক্ষেতে প্রথম চারাগাছ এবং নতুন ফসলের জন্য বৃষ্টির আর্দ্রতা প্রয়োজন। বৃষ্টিপাত পর্যাপ্ত এবং সময়মত হলে যথাসময়ে ঘরে ফসল উঠতে পারে।
বৃষ্টি হলো আশার প্রতীক। চীনে একটি প্রবাদ আছে, ‘শস্য বৃষ্টি হলে ভাল ফসল হয়’। চীনের সৌরপদগুলো হাজার বছর ধরে চীনা কৃষকদের উত্তম ফসলের প্রত্যাশার প্রতিফলন।
(ইয়াং/তৌহিদ/হাইমান)