‘তোমার চেয়ে আরো গভীর ভালোবাসি’
2022-04-19 19:31:55

বন্ধুরা, আজকের অনুষ্ঠানে আপনাদেরকে চীনের খুব জনপ্রিয় কণ্ঠশিল্পী চাং সুয়েই ইউ-এর সঙ্গে পরিচয় করিয়ে দেবো এবং তার কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনাবো।

 

চাং সুয়েই ইউ, ১৯৬১ সালের ১০ জুলাই চীনের হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চলে জন্মগ্রহণ করেন। তিনি হলেন হংকংয়ের বিখ্যাত কণ্ঠশিল্পী ও অভিনেতা।

 

ছোটবেলা থেকেই চাং সুয়েই ইউ গান গাইতে অনেক পছন্দ করতেন। মাধ্যমিক স্কুলে পড়ার সময় তিনি বন্ধুর সঙ্গে সংগীত ব্যান্ড গঠনের চেষ্টা করেন। উচ্চ বিদ্যালয় থেকে স্নাতক হওয়ার আগে তিনি বিদ্যালয়ের সংগীত প্রতিযোগিতায় অংশ নিয়ে দ্বিতীয় পুরস্কার পান। 

 

১৯৮৪ সালে হংকংয়ের অপেশাদার সংগীত প্রতিযোগিতায় অংশ নিয়ে চাং সুয়েই ইউ আনুষ্ঠানিকভাবে সংগীতের জগতে প্রবেশ করেন। ১৯৮৫ সালে চাং সুয়েই ইউ-এর প্রথম অ্যালবাম  ‘স্মাইল’ প্রকাশিত হয়। একই বছর ‘দূরের সেই মেয়ে’ গানটির কারণে চাং সুয়েই ইউ সংগীত মহলে বিখ্যাত হয়ে ওঠেন। এরপর চাং সুয়েই ইউ পৃথক পৃথকভাবে ‘লি সিয়াং লান’, ‘চুমু দিয়ে বিদায় করা’, ‘শুভ কামনা’ এবং ‘তোমাকে ভুলে যেতে আমি পারবো না’সহ কয়েকটি গান প্রকাশ করেন। এসব গান তাঁর প্রতিনিধিত্বকারী গানে পরিণত হয়।

 

বন্ধুরা, এখন শুনুন চাং সুয়েই ইউ-এর কণ্ঠে ‘তোমার চেয়ে আরো গভীর ভালোবাসি’। গানের কথাগুলো এমন: আকাশ ছাই রংয়ের, হৃদয়ে অনেক ব্যথা। যেন, মনে হাজার ক্ষত আছে। হাত ঠান্ডা, তুমি আমার সঙ্গে যেতে পারো না। আসলে আমি বলতে পারি না, মনে এত বেশি ব্যথা। তোমার হাতে চুমু দেই, সুন্দর স্মৃতি সবই তোমাকে ফেরত দেই।

আচ্ছা, শুনুন গানটি।

 

প্রিয় শ্রোতাবন্ধুরা, এবারে শুনুন চাং সুয়েই ইউ-এর গান ‘তোমাকে ভালোবাসায় এত কষ্ট’। গানের কথাগুলো এমন: জীবন কখন থেকে শুরু হয়। বিশ্বাস করি, তোমাকে দেখার মুহূর্ত থেকে, তোমার চোখকে দেখার মুহূর্ত থেকে, স্মৃতি কীভাবে বন্ধ করা যায়। তোমাকে দেরিতে দেখেছি, কীভাবে জীবন কাটাই। তোমার সঙ্গে এত দেরিতে পরিচয় হয়েছে, কীভাবে যৌথভাবে সময় কাটাই।

আচ্ছা, শুনুন এই সুন্দর গানটি।

 

প্রিয় শ্রোতাবন্ধুরা, এখন যে গান আপনাদের শোনাতে যাচ্ছি, তার নাম ‘চলে যাওয়ার পর’।  গানের কথায় বলা হয়, তোমাকে ভালোবাসায় এত কষ্ট। তা কীভাবে হয় বুঝতে পারি না। কেন আমি শুধু তোমাকে ভালোবাসি, আমার বাছাই করার অধিকার আছে কি? যদি আমি নিজেকে না হই, তাহলে এত ব্যথা হয়?

আচ্ছা, শুনুন গানটি।

 

প্রিয় শ্রোতাবন্ধুরা, আজকের অনুষ্ঠানে আপনাদেরকে চীনের জনপ্রিয় কণ্ঠশিল্পী চাং সুয়েই ইউ-এর সঙ্গে পরিচয় করিয়ে দিলাম এবং তাঁর কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনালাম। আশা করি, গানগুলো আপনাদের ভালো লেগেছে। আজকের অনুষ্ঠান এখানেই শেষ হলো। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। পরের আসরে আবারও কথা হবে।

(শুয়েই/তৌহিদ/সুবর্ণা)