এপ্রিল ১৩: ১০ই এপ্রিল চীনের প্রেসিডেন্ট সি চিন পিং হাইনান প্রদেশের সানইয়া শহরে যান। এর মধ্য দিয়ে তার এ বছরের তৃতীয়বারের মতো অভ্যন্তরীণ পরিদর্শন শুরু হয়। চীনের কমিউনিস্ট পার্টি বা সিপিসি’র সাধারণ সম্পাদক সি চিন পিং তিনবার এপ্রিল মাসে হাইনান পরিদর্শন করেন। প্রতিবার তিনিই হাই নান দ্বীপের সবচে দক্ষিণ স্থান- সানইয়াতে পৌঁছান। হাই নান প্রদেশ নিয়ে সি চিন পিং’র গভীর আবেগ আছে। এবার সান ইয়াতে তিনি কোন জায়গায় ঘুরেছেন এবং কোন কোন বিষয়ে নজর দিয়েছেন? বিস্তারিত দেখুন আজকের এ ভিডিওতে।