রোববারের আলাপন-বিশ্বকে এক অনন্য উত্তরাধিকার উপহার দিয়েছে বেইজিং শীতকালীন অলিম্পিক
2022-04-17 06:36:36


আকাশ: সুপ্রিয় শ্রোতা, সবাইকে স্বাগত জানাচ্ছি চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠানে। আপনাদের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের সাপ্তাহিক আয়োজন  ‘রোববারের আলাপন’। আপনাদের সঙ্গে আছি আমি আপনাদের বন্ধু এনাম ও আকাশ।


বন্ধুরা, সম্প্রতি বেইজিংয়ে অনেক ফুল ফুটেছে। যে দিকে চোখ যায়, সেদিকেই দেখা যায় নানা রঙের ফুল এবং সবুজ গাছ। শীতের বিদায়ে ঘাসের আগমনে বেইজিংয়ের মাটি সবুজ হয়ে ওঠেছে। আসলে এখন বেইজিং অনেক সুন্দর। 


এনাম ভাই, আপনি কি এ বিষয়টি লক্ষ্য করেছেন? 


এনাম:....

আকাশ: আমার এখনো মনে পড়ে ঢাকার উত্তরার সতের নম্বর সেক্টরের পুকুর, সবুজ ভূমি, ও গ্রামীণ পরিবেশ, যাকে আমি অনেক পছন্দ করতাম। বিশেষ করে সেখানে এক ধরনের হলুদ ছোট ফুল ফুটতো। তাদের দারুন সুন্দর লাগতো। 


ভাই, আপনি কি আপনার জন্মস্থানের এমন কিছু দৃশ্য আমাদের সাথে শেয়ার করতে পারেন? 

এনাম:

সংগীত

আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সাংস্কৃতিক ও অলিম্পিক উত্তরাধিকার কমিটির চেয়ারম্যান পাতামা লিসওয়াদট্রাকুল সম্প্রতি সিএমজিকে দেয়া এক বিশেষ সাক্ষাতকারে বলেন, তিনি বেইজিং শীতকালীন অলিম্পিক গেমস ও প্যারালিম্পিক গেমসের উচ্চ মানের মূল্যায়ন করেন। তিনি মনে করেন, বেইজিং শীতকালীন অলিম্পিক গেমস ও প্যারালিম্পিক গেমস বিশ্ববাসীকে বড়  পরিমাণের অমূল্য অলিম্পিক উত্তরাধিকার দিয়েছে। 


তিনি মনে করেন, এবারের বেইজিং শীতকালীন অলিম্পিক গেমস ও প্যারালিম্পিক গেমস অত্যন্ত সফল হয়েছে। তিনি বলেন, বেইজিং শীতকালীন প্যারালিম্পিক গেমস অনেক অর্থপূর্ণ হয়েছে। তা বিভিন্ন দেশের প্রতিবন্ধীদের খেলাধুলায় অংশগহ্রণ করতে অনেক উত্সাহিত করেছে। প্রতিবন্ধীদের জন্য ইতিবাচক শক্তিও বয়ে এনেছে। চীন বিশ্বের জন্য আন্তর্জাতিক প্রতিযোগিতা আয়োজনের উচ্চ মানের সক্ষমতা প্রদর্শন করেছে। বিশেষ করে প্রযুক্তি ও উদ্ভাবন খাতে বিরাট সাফল্য দেখিয়েছে চীন। এছাড়া, গোটা গেমসের আয়োজনে সবুজ ও পরিবেশ সংরক্ষণে গুরুত্ব দেয়া হয়েছে। শীতকালীন প্যারালিম্পিক গেমসের উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠান পাখির নীড় স্টেডিয়ামে আয়োজিত হয়। তাতে ২০০৮ সালের গ্রীষ্মকালীন অলিম্পিক গেমস এবং ২০২২ সালের শীতকালীন অলিম্পিক গেমসের উদ্বোধন ও সমাপনী অনুষ্ঠান আয়োজিত হয়েছে। এভাবেই এটি অলিম্পিক ইতিহাসের একটি অংশ এবং অলিম্পিক ঐতিহ্যে পরিণত হয়েছে। 

তিনি জানান, বেইজিংয়ের অনেক অলিম্পিক স্টেডিয়ামকে শীতকালীন প্যারালিম্পিক গেমসের স্টেডিয়ামে রুপান্তর করা হয়েছে। প্রতিবন্ধীদের চাহিদা অনুসারে স্থাপনাগুলোকে রুপান্তর করা হয়েছে। তাতে তাদের প্রতি চীনের যত্ন ও ভালাবাসা প্রতিফলিত হয়েছে। 


তিনি মনে করেন, বেইজিং শীতকালীন অলিম্পিক গেমস শীতকালীন অলিম্পিক গেমসের ইতিহাসের নতুন অধ্যায় রচনা করেছে। এবারের গেমসের সাংগঠনিক কর্মকান্ড, উচ্চ মানের প্রযুক্তির প্রয়োগ, নিম্ন কার্বন ও পরিবেশের সুরক্ষার সবুজ ধারণা ও সেচ্ছাসেবকদের সুষ্ঠু সেবা অত্যন্ত হৃদয়গ্রাহী ছিল। 


তিনি বলেন, “আমরা দেখেছি, আন্তর্জাতিক খেলাধুলাকে এগিয়ে নিতে চীন অনেক প্রচেষ্টা চালিয়ে আসছে। শীতকালীন অলিম্পিক গেমসের উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠান এবং গোটা প্রতিযোগিতায় চীনের উন্নয়ন ও উচ্চ মানের প্রযুক্তি দেখা গেছে। তা শীতকালীন অলিম্পিক গেমসের নতুন ইতিহাস রচনা করেছে। বেইজিং শীতকালীন অলিম্পিক গেমসের সময় আমি নিজেও সেচ্ছাসেবকদের সেবা উপভোগ করেছি। তাদেরকে বিশেষ ধন্যবাদ জানাই। তারা শুধু ইংরেজিতে কথা বলতে পারেন- তা নয়, বরং তারা আরো অনেক ভাষায় সেবা প্রদানে সক্ষম। চীন একটি নিম্ন কার্বন ও পরিবেশ সুরক্ষা এবং টেকসই উন্নয়নকে গুরুত্ব দেয়ার শীতকালীন অলিম্পিক গেমসের আয়োজন করেছে। আমি তাদের আন্তরিক প্রশংসা করি।”