বাংলাদেশ চায়না ইয়ুথ স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের নতুন ওয়েবসাইট উদ্বোধন
2022-04-16 20:16:19

ঢাকা, এপ্রিল ১৬: বাংলাদেশ চায়না ইয়ুথ স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের নতুন ওয়েবসাইট উদ্বোধন করা হয়েছে। আজ শনিবার এক অনুষ্ঠানের মাধ্যমে এই ওয়েবসাইট উদ্বোধন করা হয়। বাংলাদেশে অবস্থিত চীনা দূতাবাসের কালচার অ্যান্ড এডুকেশন অ্যাফেয়ার্সের কাউন্সিলর ইউয়ে লিওয়েন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ ওয়েবসাইট উদ্বোধন করেন। প্রধান অতিথির বক্তব্যে ইউয়ে লিওয়েন বলেন, এই উদ্যোগ বাংলাদেশ ও চীনের সহযোগিতা আরও গভীর এবং দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদারে ভূমিকা পালন করবে। দুই দেশের মধ্যে সাংস্কৃতিক আদান-প্রদান ও শিক্ষার মাধ্যমে পারস্পরিক সমঝোতা ও বন্ধুত্ব আরও মজবুত করতে চীনা দূতাবাসের কালচার অ্যান্ড এডুকেশন অ্যাফেয়ার্স কাজ করে যাচ্ছে বলেও জানান তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চায়না মিডিয়া গ্রুপ -সিএমজির বাংলা বিভাগের পরিচালক ইয়ু কুয়াং ইউয়ে আনন্দী। বিশেষ অতিথির বক্তব্যে তিনি বলেন, 'বাংলাদেশের শিক্ষার্থীরা চীনে লেখাপড়া করার পাশপাশি চীনা জনগণের কাছে বাংলাদেশের সংস্কৃতি তুলে ধরছেন। বিশেষ করে করোনা মহামারির দিনগুলেতে বাংলাদেশের শিক্ষার্থীরা চীনের বিশ্ববিদ্যালয়গুলোতে বা আবাসিক এলাকায় স্বেচ্ছাসেবক হিসেবে দায়িত্বপালন করে চীনা মানুষের কাছে বাংলাদেশের সুনাম বাড়িয়েছেন। চীনের গণমাধ্যমে বাংলাদেশি শিক্ষার্থীদের সেই অবদান মর্যাদার সঙ্গে স্থান পেয়েছে।' বাংলাদেশের শিক্ষার্থীরা দু'দেশের মধ্যে মৈত্রীর বীজ বপন করেছে উল্লেখ করে তিনি বলেন, চীন ও বাংলাদেশের মধ্যে পারস্পারিক সমঝোতা বাড়াতে শিক্ষার্থীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য প্রদান করেন বিসিওয়াইএসএর প্রতিষ্ঠাতা সভাপতি এবং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-চায়না অ্যালমনাইয়ের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. শাহাবুল হক। তিনি বলেন, ‘যখনই আমরা বাংলাদেশ ও চীনের সম্পর্ক নিয়ে কথা বলি, অনেকেই শুধু এই দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক ও চীনের সহযোগিতার কথা উল্লেখ করেন। এর বাইরেও অনেক কারণ আছে যেকারণে দুই দেশের বন্ধুত্ব আরও গভীর হয়েছে।’ এসময় চীন ও বাংলাদেশের মধ্যে সাংস্কৃতিক আদান প্রদান জোরকার, দুই দেশের জনগণের মধ্যে শিক্ষার আদান প্রদানের গুরুত্বও তুলে ধরেন তিনি।

 

শিল্প বাণিজ্যের পাশাপাশি বাংলাদেশ ও চীনের মধ্যে শিক্ষা ও সংস্কৃতির আদান প্রদানে বাংলাদেশ চায়না চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ –বিসিসিসিআই কাজ করে যাচ্ছে বলে উল্লেখ করেন বিসিসিসিআইয়ের যুগ্ম সাধারণ সম্পাদক আল মামুন মৃধা।

 

এর আগে অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-চায়না অ্যালামনাইয়ের যুগ্ম সাধারণ সম্পাদক ড. এএএম মুজাহিদ বাংলা নববর্ষের ইতিহাস ও নববর্ষের তাৎপর্য তুলে ধরেন। বিসিওয়াইএসএ তে ২০১৯ সালে সভাপতি হিসেবে দায়িত্ব পালনের সময় এর সদস্য সংখ্যা মাত্র ১৫ জন থাকলেও বর্তমানে তা ১ হাজার ছাড়িয়ে গেছে বলেও জানান তিনি।

 

সমাপনী বক্তব্যে বিসিওয়াইএসএ এর সভাপতি মারুফ হাসান বলেন, বাংলাদেশ ও চীন দুই দেশের দর্শন, সংস্কৃতি, নীতি এবং ইতিবাচক কূটনৈতিক সম্পর্ককে উন্নায়নে জন্য কাজ করছে বিসিওয়াইএসএ। নতুন এই ওয়েবসাইটের মাধ্যমে বিসিওয়াইএসএর কার্যক্রম আরও বেগবান হবে এবং চীনের বাংলাদেশি শিক্ষার্থী ও পেশাজীবীরা উপকৃত হবেন এবং দুই দেশের সম্পর্ক উন্নায়নে আরও বেশি কার্যকর ভুমিকা রাখবে বলে মন্তব্য করেন তিনি।

অনুষ্ঠানে বাংলাদেশ ও চীনা শিক্ষার্থীর অংশগ্রহণে নববর্ষের সংগীত ও কবিতা আবৃত্তির আয়োজন করা হয়।