১৩১তম কুয়াংচৌ মেলা প্রসঙ্গ
2022-04-15 11:16:41


এপ্রিল ১৫: ১৩১তম কুয়াংচৌ মেলা আজ (শুক্রবার) অনলাইনে শুরু হয়েছে। মেলা চলবে আগামী দশ দিন। অনলাইনে প্রদর্শিত  পণ্যের সংখ্যা এবার রেকর্ডসংখ্যক। আর অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের সংখ্যা ১৭০টি। এবার আরসিইপি’র সদস্যদেশগুলোর ৪০টি প্রতিষ্ঠান মেলায় অংশ নিচ্ছে।

এবারের কুয়াং চৌ মেলার মূল প্রতিপাদ্য হচ্ছে: অর্থনীতিতে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ‘ডাবল লুপ’ বাস্তবায়ন করা। মেলায়  অনলাইন প্রদর্শন প্ল্যাটফর্ম, সরবরাহ ও ক্রয় ডকিং পরিষেবা এবং আন্তঃদেশীয়  ই-কমার্স বিশেষ এলাকা রয়েছে। মেলায় রয়েছে ১০টি বড় প্রতিষ্ঠানের ৫০টি বুথ। এবারের মেলার কর্তৃপক্ষের ওয়েবাইটে প্রদর্শিত পণ্য, বৈশ্বিক সরবরাহ ও সংগ্রহ ডকিং, নতুন পণ্য প্রকাশ, প্রদর্শক সংযোগ, ভার্চুয়াল প্রদর্শনী হল, সংবাদ ও কার্যক্রম, সম্মেলন পরিষেবা ইত্যাদির জন্য আলাদা আলাদা কলাম রয়েছে। দেশি-বিদেশি সাড়ে ২৫ হাজার শিল্পপ্রতিষ্ঠান এতে অংশ নিচ্ছে। পাশাপাশি, স্থাপন করা হয়েছে ‘গ্রামীণ পুনরুজ্জীবন’ এলাকা। এবারের মেলায় কোনো অংশগ্রহণকারী শিল্পপ্রতিষ্ঠানকে কোনো ফি দিতে হচ্ছে না।  আন্তঃদেশীয় ই-কমার্স প্ল্যাটফর্মের জন্যও কোনো অর্থ ব্যয় করতে হবে না।

চীনের বৈদেশিক বাণিজ্য কেন্দ্রের উপ-মহাপরিচালক সু পিন বলেন, এবারের মেলায় অনলাইনে ২৯ লাখেরও বেশি পণ্য প্রদর্শিত হবে। এটি হবে নতুন রেকর্ড। এই সম্পর্কে তিনি বলেন


“এর মধ্যে নতুন পণ্যের সংখ্যা ৯ লাখ ৩০ হাজারেরও বেশি, স্মার্ট পণ্যের সংখ্যা ১ লাখ ২০ হাজার, সবুজ এবং কম-কার্বন পণ্যের সংখ্যা ৪ লাখ ৯০ হাজার এবং স্বাধীন মেধা সম্পত্তি অধিকার পণ্যের সংখ্যা ২ লাখ ৫০ হাজারেরও বেশি।”

মেলায় ‘সরবরাহ চেইনকে স্থিতিশীল রাখা এবং বাণিজ্যকে স্থিতিশীল রাখা’ শীর্ষক ধারাবাহিক উদ্যোগ নেওয়া হয়েছে। এর উদ্দেশ্য অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বাজারের পাশাপাশি উন্নয়ন ঘটানো। এই সম্পর্কে সু পিন বলেন


“ভিয়েতনাম, লাওস, কুয়েত ও ইরাকসহ ‘এক অঞ্চল, এক পথ’ উদ্যোগসংশ্লিষ্ট দেশগুলোর সাথে আরইসিপি’র সদস্যদেশগুলোর ১৪টি শিল্প ও বাণিজ্য সংস্থার সহযোগিতামূলক অংশীদারিত্বের চুক্তি স্বাক্ষরিত হবে এবারের মেলায়। এভাবেই কুয়াং চৌ মেলার সহযোগিতামূলক অংশীদারদের সংখ্যা ১৭০টি হবে।”

কুয়াং চৌ মেলার অনলাইন প্ল্যাটফর্মের কার্যকারিতা অপ্টিমাইজ এবং উন্নত করতে কাজ করবে সংশ্লিষ্ট কর্মীরা। উচ্চ-মানের প্রদর্শক এবং প্রদর্শনীর সনাক্তকরণকে শক্তিশালী করার জন্য এই মেলার কর্পোরেট লোগো যেমন বিশেষায়িত, নতুন, উচ্চ-প্রযুক্তি, এবং চীনা পুরাতন-সম্মানিত ব্র্যান্ড, সেইসাথে সবুজ এবং নিম্ন-কার্বনের মতো পণ্যের লোগো যুক্ত করা হয়েছে। সেই সাথে স্মার্ট পণ্যসহ সংশ্লিষ্ট পণ্যের অনুসন্ধানের মাত্রা প্রসারিত করতে, অনুসন্ধানের নির্ভুলতা এবং পেশাদারিত্ব উন্নত করতে ব্যবস্থা নিয়েছে এবারের মেলার কর্তৃপক্ষ। এমনকি, অনলাইন বাণিজ্য পরিষেবাও নতুন করে সাজানো হয়েছে। (ওয়াং হাইমান/আলিম/স্বর্ণা)