আজকের ‘ঊর্মির বৈঠকখানা’-য় আমার সাথে যোগ দিচ্ছেন মোহাম্মদ জাহেদ হোসাইন । তিনি ইয়াসা গ্রুপের নির্বাহী পরিচালক ও সিইও। ২০০৪ সাল থেকে চীনে রফতানি ব্যবসায় জড়িত। তাঁদের অফিস প্রথমে শাংহাইয়ে ছিল। পরে কুয়াংচৌতে স্থানান্তর হয় ২০০৬ সালে। তাঁরা মূলত তৈরী পোশাকের কাঁচামাল রফতানি করেন। দীর্ঘদিন চীনে অবস্হান করাতে তিনি এদেশেই শিল্প ও সংস্কৃতির সাথে জড়িয়ে গেছেন। অনেক চীনা বন্ধুর সাথে সময় পেলে বেড়াতে বের হন এ বিশাল চীনকে দেখার জন্য। চীনা বন্ধুদের নিয়ে বিভিন্ন দর্শনীয় জায়গায় পরিদর্শন করতে তার ভালো লাগে। তো চলুন ,কথা বলি তাঁর সঙ্গে