এপ্রিল ১৫: ২০১৮ সালের এপ্রিল মাসে হাইনান অর্থনৈতিক বিশেষ অঞ্চল প্রতিষ্ঠার ৩০তম বার্ষিকী উপলক্ষ্যে বিশেষ অর্থনৈতিক অঞ্চল থেকে অবাধ বাণিজ্য বন্দরের যাত্রা শুরু হয়। হাইখৌ নদীর পূর্ব দিকের নতুন এলাকার নির্মাণকাজ ২০১৮ সালের জুনে শুরু হয়। এটি হাইনান অবাধ বন্দরের ১১টি গুরুত্বপূর্ণ শিল্প পার্কের মধ্যে অন্যতম। সম্প্রতি এ অঞ্চলের অবকাঠামো, আবাসিক এলাকা, শিল্প পার্কের দ্রুত উন্নয়ন হচ্ছে, দেখা যাচ্ছে এর নতুন রূপ। এ অঞ্চলের আয় ২০১৯ সালের ১৮৯০ কোটি ইউয়ান থেকে ২০২১ সালে বেড়ে দাঁড়িয়েছে ২২৭২০ কোটি ইউয়ানে।
(ইয়াং/আলিম/হাইমান)