এপ্রিল ১৪: চীনের হ্যনান প্রদেশের সুই ছিং ছাং ২০ বছর ধরে মৌমাছি পালন করে আসছেন। তিনি তিব্বতের লিনচি শহরে বসবাস করেন।
তিব্বত মালভূমি হলেও লিনচি অঞ্চলে অনেক গাছপালা আছে। প্রতিবছরের মার্চ থেকে সেপ্টেম্বন পর্যন্ত এখানে নানান ধরনের ফুল ফোটে। তাই জায়গাটি মৌমাছি পালনের উত্তম এলাকা। এখানকার মধুও সবচেয়ে ভাল।
তিনি ৩৫টি বাক্সে মৌমাছি পালন করেন। প্রতিবছর তার আয় ৫০ থেকে ৬০ হাজার ইউয়ান। (ইয়াং/আলিম/হাইমান)