প্রত্যাশার তুলনায় মন্দা বৈশাখী কেনাকাটায়
2022-04-14 20:04:43

প্রত্যাশার তুলনায় মন্দা বৈশাখী কেনাকাটায়

ঢাকা, চীন আন্তর্জাতিক বেতার: দুই দশকে ধীরে ধীরে গড়ে ওঠা বৈশাখের বাজার মহামারি করোনাভাইরাসের কারণে বড়সড় ধরনের ধাক্কা খেয়েছিল গেল দুই বছরে পোশাক ব্যবসায়ীরা বলছেন, পহেলা বৈশাখ উপলক্ষে আলাদা করে তেমন কোনো ব্যবসা করতে পারেননি তারা

রাজধানীর নিউমার্কেট, বেইলিরোড ও বসুন্ধরা সিটি শপ্লিং কমপ্লেক্স ঘুরে দেখা যায় চলতি বছর বৈশাখের সেই আমেজ ফিরতে শুরু করলেও পহেলা বৈশাখ ও রোজার ঈদ কাছাকাছি থাকায় আলাদা করে বৈশাখের কেনাকাটা চোখে পড়েনি।  

নববর্ষকে ঘিরে প্রতিবছরই পোশাকে আসে নতুনত্ব আর ক্রেতারাও ভিড় করে মার্কেটগুলোতে। কিন্তু এ বছর নতুন ডিজাইনের পোশাকের পাশাপাশি বৈশাখে পছন্দের লাল-সাদা বা রঙিন শাড়ি-পাঞ্জাবিও খুব একটা কদর পায়নি।

বর্ণিল পোশাকের কালেকশন রয়েছে অধিকাংশ পোশাক ব্র্যান্ড শপগুলোতে কিন্তু সেগুলো মূলত ঈদকে কেন্দ্র করে তোলা। পাশাপাশি অনেক দোকানে দেখা মিলছে আগের বছরের অবিক্রিত পোশাকবিক্রেতারা বলছেন, সামনে ঈদ। ক্রেতারা ঈদের পোশাকই খুঁজছেন। এ কারণে বৈশাখের সংগ্রহ কিছুটা কম।

 

বৈশাখ নয়, সবাই ঈদ কেনাকাটায় ব্যস্ত বলছেন নিউ মার্কেটের লেডিস ফ্যাশন শোরুমের কর্মচারী উজ্জ্বল

এবার বৈশাখের জন্য আলাদা করে খুব বেশি বেচাকেনা নাই। করোনার মধ্যেও কম বেশি বিক্রি করছিলাম। এখন একদমই নাই। একে তো রোজার মধ্যে বৈশাখ তার উপর সামনে ঈদ

বৈশাখে প্রতিবছরই পাঞ্জাবি বিক্রি করে খুব ভালো বিক্রি করেন নিউ মার্কেটের জাকির ফ্যাশন। কিন্তু এ বছর তেমন বিক্রি নাই বলছেন তিনি।


বৈশাখে এবার তেমন বিক্রি নাই। সামনে ঈদ মানুষ ঈদের বাজারই করতেছে

বাজারে ঘুরতে আসা ক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেল, রোজার কারণে বৈশাখ উদযাপনে অনেকেই আলাদাভাবে কোনো কিছু সেভাবে কিনছেন না।

রাজধানীর বেইলি রোডে বৈশাখী কেনাকাটা করতে আসা হুমায়রা বলেন, করোনার কারণে গত দুই বছর বৈশাখী আনন্দ করতে পারিনি। এবার বন্ধুরা সবাই একই রকম জামা কিনছি

বসুন্ধরা সিটি কমপ্লেক্সে শাড়ি কিনতে আসা শান্তা রহমান বলেন, বাঙালির প্রাণের উৎসব নতুন জামা না কিনে থাকা যায়? শাড়ি কিনতে এসেছি। হাজার টাকার শাড়ি ১৫০০ টাকা চাচ্ছে। দামদর করে ১২০০ টাকায় কিনেছি

ছেলে মেয়ের জন্য জামা কিনতে আসা আজমির সুমনা চীন আন্তর্জাতিক বেতারকে জানান, বৈশাখ আর ঈদ এবার কাছাকাছি সময়ে। তা ই পরিবারের সবার বৈশাখের জন্য কেনা হলো না। ছেলে মেয়ের জন্য জামা কিনলাম।

প্রতিবেদন- আফরিন মিম

সম্পাদনা- সাজিদ রাজু