"খালি শহর"
2022-04-14 11:28:56

আজকের অনুষ্ঠানে চীনের জনপ্রিয় একজন গায়ক ও প্রযোজকের সঙ্গে আপনাদেরকে পরিচয় করিয়ে দেবো, তার নাম ইয়াং খুন। তিনি তার বৈশিষ্ট্যময় কঠিন কণ্ঠের জন্য পরিচিত। তিনি বেশ জনপ্রিয় গান রচনা করেছেন ও অনেক সংগীত পুরস্কার পেয়েছেন। বন্ধুরা, আজকের অনুষ্ঠানে আমরা একসঙ্গে তার কিছু সুন্দর গান শুনবো। অনুষ্ঠানের শুরুতে শুনুন ইয়াং খুনের বেশ জনপ্রিয় একটি গান ‘ভালোবাসার শেষ’।গান ১

 

ইয়াং খুন ১৯৭২ সালে চীনের ইনার মঙ্গোলিয়ার পাওথৌ শহরে জন্মগ্রহণ করেন। মাধ্যমিক স্কুল শেষ করে তিনি বিভিন্ন কাজ করেছেন। ১৯৮৯ সালে ইয়াং খুন পাওথৌ শহরের একটি গানের প্রতিযোগিতায় অংশ নেন এবং চ্যাম্পিয়ন হন। পরে তিনি গান ও নৃত্য দলে যোগ দিয়ে গান গাওয়া শুরু করেন। নিজের সংগীতের শখ পুরণের জন্য ১৯৯৩ সালে ইয়াং খুন ইনার মঙ্গোলিয়া থেকে বেইজিংয়ে যান। সেখানে তিনি বিভিন্ন বারে পারফর্মেন্স করেছেন। ১৯৯৪ সালে তিনি একটি টিভি নাটকের থিম সোং গাওয়ার সুযোগ পান, এতে তিনি আনুষ্ঠানিকভাবে পেশাদার গায়ক জীবন শুরু করেন।গান ২

 

পেশাদার গায়ক হওয়ার পর ইয়াং খুনের স্বরতন্ত্রে রোগ হয়। পরে সুস্থ হলেও তার কণ্ঠ কর্কশ হয়ে ওঠে। যা তার সংগীত জীবনে একটি বড় আঘাত। তবে তিনি গান গাওয়া ছেড়ে দেননি। ক্রমে এই কর্কশ কণ্ঠ তার বৈশিষ্ট্যে পরিণত হয়েছে। ২০০২ সালে তার প্রথম অ্যালবাম ‘উ সৌ ওয়েই’ মুক্তি পায়। এই অ্যালবামের বেশিরভাগ গান তিনি নিজ রচনা করেছেন। অ্যালবামের প্রধান গান ‘উ সৌ ওয়েই’ প্রকাশের পরই জনপ্রিয় হয়ে ওঠে। গানটি সেই বছরের সবচেয়ে জনপ্রিয় গানে পরিণত হয়। তিনি এই অ্যালবামের জন্য বার্ষিক শ্রেষ্ঠ নতুন গায়কের পুরস্কারও পান। বন্ধুরা, এখন শুনুন ইয়াং খুনের জনপ্রিয় গান ‘উ সৌ ওয়েই’।গান ৩

 

২০০৩ সালে ইয়াং খুন দ্বিতীয় অ্যালবাম ‘সেই দিন’ প্রকাশ করেন। অনন্য কণ্ঠের জন্য সবাই দ্রুত তাকে চিনে ফেলে। তার বিশেষ সংগীতশৈলীও মানুষ পছন্দ করে। এই অ্যালবামের জন্য তিনি বার্ষিক শ্রেষ্ঠ ও সবচেয়ে জনপ্রিয় গায়কসহ অনেক পুরস্কার পেয়েছেন। সেই বছরের শেষে তিনি চীনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক অনুষ্ঠান বসন্ত উত্সব গালায় পারফর্ম করেন এবং প্রশংসা কুড়ান। বন্ধুরা, এখন শুনুন ইয়াং খুনের এই জনপ্রিয় গান ‘সেই দিন’।গান ৪

 

ইনার মঙ্গোলিয়ার মানুষ হিসেবে ইয়াং খুন চীনের মঙ্গোলিয়া জাতিসহ সংখ্যালঘু জাতির সংগীত অনেক পছন্দ করেন। ২০০৫ সালে তিনি তৃতীয় অ্যালবাম ‘২০০৮’ প্রকাশ করেন। অ্যালবামে অনেক মঙ্গোলিয়ার বেশিষ্ট্যময় বাদ্যযন্ত্র শোনা যায়। তিনি সংখ্যালঘুর লোকসংগীত ও পপ সংগীতে মিলিয়ে গান তৈরি করেন এবং ব্যাপক জনপ্রিয়তা পান। বন্ধুরা, এখন শুনুন ইয়াং খুনের একটি মঙ্গোলীয় জাতির বৈশিষ্ট্যময় পপ গান ‘ঘোড়াপালক’।গান ৫

 

চীনের লোকসংগীত ছাড়া ইয়াং খুন ইলেকট্রনিক ও রক সংগীতও ব্যবহার করেছেন। বন্ধুরা, এবার আমরা শুনবো ইয়াং খুনের খুব জনপ্রিয় একটি গান ‘খালি শহর’। গানে সুন্দর সুর ও কথায় শহরে মানুষের নিঃসঙ্গতা প্রকাশ করা হয়েছে। যা নানা অনুভূতি সৃষ্টি করে। বন্ধুরা, এখন ইয়াং খুনের এই সুন্দর গান ‘খালি শহর’ শুনুন।গান ৬

 

বন্ধুরা, অনুষ্ঠানের শেষে আমরা একসঙ্গে ইয়াং খুনের আরেকটি জনপ্রিয় গান ‘শুভরাত্রি’ শুনবো। আশা করি আপনারা তার গানগুলো পছন্দ করবেন।গান ৭

 

শ্রোতাবন্ধুরা, আজকের অনুষ্ঠান তাহলে এখানেই শেষ করছি। আশা করি, আমাদের অনুষ্ঠানে প্রচারিত গানগুলো আপনাদের ভালো লেগেছে। এখন বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন ও সুস্থ থাকুন। আবার কথা হবে। চাই চিয়ান।