আয়ারল্যান্ডে বিশ্ববিদ্যলয় ভর্তি পরীক্ষার চীনা ভাষার টেস্ট অনুষ্ঠিত
2022-04-13 15:21:38

চলতি বছরের আইরিশ কলেজ প্রবেশিকা পরীক্ষার চাইনিজ স্পিকিং টেস্ট গত ৯ এপ্রিল অনুষ্ঠিত হয়েছে। এই প্রথম আয়ারল্যান্ডের কলেজ প্রবেশিকা পরীক্ষায় চাইনিজকে একটি বিদেশী ভাষা নির্বাচনী বিষয় হিসাবে অন্তর্ভুক্ত করা হয়েছে।

 

আইরিশ ন্যাশনাল এক্সামিনেশনস বোর্ডের তথ্য মতে, এই বছরের চাইনিজ পরীক্ষাটি তিন ভাগে বিভক্ত: কথা বলা, শোনা এবং লেখা।

আইরিশ টাইমসের খবরে বলা হয়, আয়ারল্যান্ড জুড়ে প্রায় ১০০ জন শিক্ষার্থী এই বছরের কলেজ প্রবেশিকা পরীক্ষার জন্য চাইনিজ পরীক্ষা দিয়েছে।

 

অর্থনৈতিক বিশ্বায়নের ধারার সাথে খাপ খাইয়ে নিতে এবং আরও আন্তর্জাতিক প্রতিভা গড়ে তোলার জন্য, আইরিশ শিক্ষা মন্ত্রণালয় ২০১৭ সালে প্রকাশ করে পরবর্তী ১০ বছরে বিদেশী ভাষা শিক্ষার পরিকল্পনা কৌশল । এই কৌশল অনুসারে, আয়ারল্যান্ড ২০২০ থেকে উচ্চ বিদ্যালয়ে চীনা ভাষাকে ঐচ্ছিক  বিদেশী ভাষা হিসাবে তালিকাভুক্ত করে। চলতি বছর থেকে বিশ্ববিদ্যলয় ভর্তি পরীক্ষায় চীনা ভাষার পরীক্ষা নেয়া শুরু করে।

 

চীনা ভাষা ছাড়াও, সেদেশের শিক্ষার্থীরা আরো ৯টি ভাষা বাছাই করতে পারে বলে জানিয়েছে আইরিশ ন্যাশনাল এক্সামিনেশনস বোর্ড।

 

রাশিয়াও চীনা ভাষা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় একটি ঐচ্ছিক বিষয় হিসেবে অর্ন্তভুক্ত করেছে। আর জার্মানিতে উচ্চ বিদ্যালয়ের স্নাতক পরীক্ষায় চীনা ভাষায় পরীক্ষা দিতে পারে শিক্ষার্থীরা।

(শিশির/এনাম/রুবি)