‘ধীরে ধীরে’
2022-04-13 10:56:13

বন্ধুরা, আজকের অনুষ্ঠানে আপনাদেরকে চীনের খুব জনপ্রিয় কণ্ঠশিল্পী সুই চি আনের-এর সঙ্গে পরিচয় করিয়ে দেবো এবং তার কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনাবো।

সুই জি আন, ১৯৬৭ সালের ১২ অগাস্ট চীনের হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চলে জন্মগ্রহণ করেন। তিনি হলেন হংকংয়ের একজন বিখ্যাত কণ্ঠশিল্পী ও অভিনেতা।

 

সুই জি আনের পরিবারে ৯ ভাইবোন আছে। ছোটবেলায় আঞ্চলিক নিরাপত্তা-ব্যবস্থা খারাপ দেখে তিনি পুলিশ হওয়ার সিদ্ধান্ত নেন।

 

১৯৮৬ সালের গ্রীষ্মকালে সুই জি আন হংকংয়ের পঞ্চম নতুন কণ্ঠশিল্পীর প্রতিযোগিতায় অংশ নিয়ে রৌপ্যপদক পান এর মাধ্যমে তিনি আনুষ্ঠানিকভাবে সংগীত জগতে পা রাখেন।

 

১৯৮৮ সালের ৫ মে, সুই জি আনের প্রথম অ্যালবাম ‘সুই জি আন’ প্রকাশিত হয়। অ্যালবামটির কারণে তিনি হংকংয়ের রেডিও স্টেশনের ‘সবচেয়ে প্রভাবশালী নতুন কণ্ঠশিল্পীর রৌপ্যপদক’ লাভ করেন।

 

১৯৯১ সালে সুই জি আনের অ্যালবাম ‘Break And Reform Collection’ প্রকাশিত হয়। ১৯৯২ সালে তিনি নিজের অ্যালবাম ‘Alive’-এর গান নির্বাচন এবং প্রযোজনায় অংশ নেন।

 

বন্ধুরা, এখন শুনুন সুই চি আনের গান ‘ধীরে ধীরে’। গানের কথাগুলো এমন: মন ধীরে ধীরে ব্যথা হয়, ধীরে ধীরে ঠান্ডা হয়। ধীরে ধীরে প্রিয় মানুষের অপেক্ষা করতে পারি নাই। কত দিয়েছি, কত পেতে পারি। সহজেই বিশ্বাস করা ঠিক নয়। অশ্রু ধীরে ধীরে পড়ে, ধীরে ধীরে শুকিয়ে যায়, ধীরে ধীরে আমরা বন্ধু হয়েছি।

আচ্ছা, শুনুন গানটি।

 

বন্ধুরা, এখন শুনুন সুই চি আনের কণ্ঠে ‘কেন তুমি অন্যকে ভালোবেসেছো’। গানের কথায় বলা হয়, আমার প্রিয় তুমি, কেন আমাকে সবচেয়ে গভীরভাবে আহত করো। কেন তুমি গোপনে অন্যকে ভালোবেসেছো। নারীর নিরীহ দৃষ্টিতে সবচেয়ে নিষ্ঠুর সুই থাকে। কেন তুমি গোপনে অন্যকে ভালোবেসেছো। ভালোবাসা অনেক নিষ্ঠুর, তবে আমি তার গভীরে পড়েছি।

আচ্ছা, শুনুন গানটি।

 

প্রিয় শ্রোতাবন্ধুরা, এখন আপনাদের শোনাবো সুই চি আনের আরেকটি গান, গানের নাম ‘চাঁদ’। গানের কথায় বলা হয়, তোমার ফ্লাইট চলে গেছে, তুমি যেখানে যাও, সেখানে শীতকালে তুষার পড়ে। তোমাকে লেখা এত চিঠি, আমি পাঠাই নি। জানালার বাইরের চাঁদ দেখেছো? তা আমার মনের কথা তোমাকে পৌঁছে দেয়।

আচ্ছা, শুনুন গানটি।

 

প্রিয় শ্রোতাবন্ধুরা, আজকের অনুষ্ঠানে আপনাদেরকে চীনের জনপ্রিয় কণ্ঠশিল্পী সুই চি আনের সঙ্গে পরিচয় করিয়ে দিলাম এবং তাঁর কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনালাম। আশা করি, গানগুলো আপনাদের ভালো লেগেছে। আজকের অনুষ্ঠান এখানেই শেষ হলো। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। পরের আসরে আবারও কথা হবে।

(শুয়েই/তৌহিদ/সুবর্ণা)