মাও বু ই
2022-04-13 11:36:38

মাও বু ই-এর আসল নাম ওয়াং ওয়েই চিয়া। তিনি ১৯৯৪ সালের ১ অক্টোবর হেইলোংচিয়াং প্রদেশের ছিছিহাআর শহরের থাই লাই জেলায় জন্মগ্রহণ করেন। তিনি চীনের মূল-ভূভাগের একজন গায়ক। তিনি হাংচৌ নরমাল ইউনিভার্সিটির নার্সিং বিভাগ থেকে স্নাতক হন।

 

ছোটবেলা থেকে তিনি সঙ্গীত পছন্দ করেন। নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে পড়ার সময় তিনি নিজের নামটি মাও বু ই-তে পরিবর্তন করেন। এর অর্থ হলো সাধারণ ও অপরিবর্তনীয়। বিশ্ববিদ্যালয়ে লেখাপড়ার সময় তিনি ক্যাম্পাসের সেরা দশজন গায়ক প্রতিযোগিতায় অংশ নেন। ২০১৬ সালে তিনি হাংচৌ’র একটি হাসপাতলে একজন প্রশিক্ষণার্থী পুরুষ নার্স হিসেবে যোগ দেন। একই বছর তিনি গান সৃষ্টি শুরু করেন। তাঁর সৃষ্ট প্রথম গান তাঁর বিবাহিত বোনের জন্য।

 

কেমন লেগেছে গানটি? নিশ্চয়ই ভালো লাগার কথা। আসলে গানটি তাঁর ২০১৮ সালের মে মাসে প্রকাশিত “সাধারণ দিন” নামক তাঁর প্রথম অ্যালবাম থেকে। ছোটবেলায় তিনি মনে করেছিলেন, তিনি একজন বৈশিষ্ট্যসম্পন্ন মানুষ। কিন্তু বড় হবার সঙ্গে সঙ্গে তিনি আবিষ্কার করেন, তিনি অত বিশেষ কেউ নন। একজন সাধারণ মানুষ হওয়ার জন্য তিনি খুব অস্বস্তি বোধ করেছিলেন। তিনি খুব অনিচ্ছুক বোধ করেছিলেন, কিন্তু তার কিছুই করার ছিল না। বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হবার সময় তিনি বাস্তবতা থেকে পালিয়ে যেতে চেয়েছিলেন। কিন্তু জানতেন না কোথায় যাবেন। সুতরাং ২০১৬ সালে হাসপাতালে প্রশিক্ষণার্থী হিসেবে অনুশীলন করার সময় তিনি গান সৃষ্টি শুরু করেন। তিনি নিজেকে নিয়ে “আমার মতো মানুষ” গানটিতে লিখেছেন। বন্ধুরা, আমরা সবাই সাধারণ। তা  নিজেদের স্বীকার করতে হবে, তাইনা?

 

“অসংলগ্ন” গানটি আন্তর্জাতিক সঙ্গীতজ্ঞ সা তিং তিং বিশেষ করে মাও বু ই’র জন্য তৈরি করেন। এটি চীনের খুবই জনপ্রিয় একটি টিভি নাটকের থিম সং। গানটির শুরুটা মাও বু ই’র নিজের চিত্রায়নের মতো। আশপাশে পরিবেশ যাই হোক না কেন, তিনি নিজের ছোট্ট পৃথিবীতে বিশ্বের ঝামেলা বন্ধ করতে থাকেন। 

 

“২০৩” মাও বু ই সৃষ্ট একটি গান। গানটি ২০১৭ সালের অগাস্টে তিনি একটি প্রতিযোগিতায় অংশ নেয়ার সময় সৃষ্টি করেন। ২০১৯ সালে তিনি গানটি পুনরায় তৈরি করে তাঁর “শিয়াও ওয়াং” নামক অ্যালবামে অন্তর্ভুক্ত করেন। ২০২০ সালের জুলাই মাসে তিনি গানটি দিয়ে ২৭তম চীনের দশটি সেরা সঙ্গীত পুরস্কার জিতেন। মাও বু ই ছিলেন ২০১৭ সালে সবচেয়ে বিস্ময়কর “সুপারস্টার”। তাঁর গানে সবসময় গল্প ও বিভ্রান্তি থাকে। তিনি সবসময় সাধারণ গল্পকে স্পর্শকাতরভাবে গাইতে পারেন। আচ্ছা বন্ধুরা, তাহলে এখন আমি আপনাদের “২০৩” এবং “শিয়াও ওয়াং” দু’টো গান শোনাব।

 

“প্রশ্ন না করে” গানটি মাও বু ই “চির তরুণ” চলচ্চিত্রের জন্য সৃষ্টি করেন। গানটি ২০১৭ সালের ডিসেম্বরে চলচ্চিত্রের সম্প্রচার সঙ্গীত হিসেবে প্রকাশিত হয়। তাতে তিনি বলেছেন, তরুণ হিসেবে কি রকম যুগের প্রেক্ষাপটে আশেপাশের হস্তক্ষেপ ও বাছাইয়ের সম্মুখীন হতে হয়।

   

(প্রেমা/এনাম)