অপরূপ তিব্বত
2022-04-13 14:50:08

এপ্রিল ১৩: ছিংহাই-তিব্বত মাল ভূমির গড় উচ্চতা  ৪,০০০ মিটারের বেশি এবং তাকে পৃথিবীর ছাদ বলে ডাকা হয়। পাশাপাশি, তিব্বত উত্তর ও দক্ষিণ মেরু ছাড়া বিশ্বের তৃতীয় মেরু হিসেবে পরিচিত।

 

চলতি মাসে তিব্বতের লিনচি এলাকার পাহাড়ের নীচে প্রচুর পীচ ফুল ফুটেছে। তবে পাহাড়ের ওপর এখনো তুষারে ঢাকা রয়েছে। এ দুয়ে মিলে খুব সুন্দর দৃশ্য তৈরি হয়েছে। (শিশির/এনাম)