চৌ হুইমিন
2022-04-12 15:31:11

চৌ হুইমিন বা ভিভিয়ান চৌ  ১৯৬৭ সালের ১০ নভেম্বর চীনের হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চলে জন্মগ্রহণ করেন। তিনি হংকংয়ের গায়িকা, টিভি ও চলচ্চিত্র অভিনেত্রী এবং উপস্থাপিকা।

১৯৮৫ সালে তিনি টিভিবি এইট ইন্টারন্যাশনাল চাইনিজ নিউ ট্যালেন্ট সিঙ্গিং চ্যাম্পিয়নশিপে অংশ নেন। ১৯৮৬ সালে তিনি হংকং বেতারের অপেশাদার ডিজে প্রতিযোগিতায় অংশ নিয়ে রানার্স-আপ হন। ১৯৮৮ সালে তিনি প্রথম একক ইপি “চৌ হুই মিন” প্রকাশ করেন। ১৯৯০ সালে তিনি প্রথমবারের মতো একটি টিভি নাটকে অভিনয় করেন। একই বছর তিনি তাঁর প্রথম অ্যালবাম “ভিভিয়ান” প্রকাশ করেন। 

 

এতক্ষণ আপনারা যে “প্রিয়” নামক গানটি শুনেছেন, তা ভিভিয়ানের ১৯৯৩ সালের সেপ্টেম্বরে প্রকাশিত একই নামের ক্যান্টোনিজ অ্যালবাম থেকে নেয়া। অ্যালবামে মোট ১১টি গান অন্তর্ভুক্ত হয়। ১৯৯১ সালে ভিভিয়ান বেতারের চাকরি ছেড়ে দিয়ে পলিগ্রাম রেকর্ড কোম্পানিতে যোগ দেন। একই বছরের অক্টোবরে তিনি “একটি দীর্ঘ এবং দীর্ঘস্থায়ী প্রেম” নামক অ্যালবাম প্রকাশ করেন। অ্যালবামে তার শিরোনাম সংগীত “একটি দীর্ঘ এবং দীর্ঘস্থায়ী প্রেম”সহ মোট ১০টি গান রয়েছে। গানটি সে বছরের চতুর্থ প্রান্তিকে গোল্ডেন মেলোডি হিসেবে নির্বাচিত হয়। 

 

১৯৮৭ সালে ভিভিয়ান ডিজে হিসেবে হংকং বেতারে গায়ক ক্রিস্টোফার হুয়াং খাই ছিনের সঙ্গে একটি সঙ্গীত অনুষ্ঠান পরিচালনা করেছেন। তিনি ক্রিস্টোফারের সঙ্গে গানও গেয়েছেন। তাহলে বন্ধুরা, এখন তাঁদের এক সাথে গাওয়া একটি গান আপনাদের শোনাতে চাচ্ছি, গানের নাম “ভালবাসা শেষ হয়নি”। এখানে আমি বলতে চাই যে, গানটির সঙ্গীত ও লিরিক্স দু’টোই সৃষ্টি করেন ক্রিস্টোফার। 

 

“সখী” ১৯৯৫ সালের ডিসেম্বরে ভিভিয়ান প্রকাশিত একটি গান। গানটি পাশাপাশি তাঁর অভিনীত একটি টিভি নাটকের থিম সং। 

 

যেহেতু আপনারা ভিভিয়ানের কয়েকটি ক্যান্টোনিজ ভাষার গান শুনেছেন, সেহেতু এখন আমি তাঁর ম্যান্ডারিন ভাষার একটি গান আপনাদের শোনাতে চাই। তিনি হংকংয়ের অন্য একজন গায়ক লিন লোং শ্যুয়ানের সঙ্গে গানটি গেয়েছেন। গানটি তাঁর ১৯৯২ সালের নভেম্বরে প্রকাশিত একই নামের অ্যালবামে অন্তর্ভুক্ত হয়। 

 

ভিভিয়ান জাপানে খুবই বিখ্যাত। ১৯৯৩ সালে তিনি পলিগ্রামে প্রথম নির্বাচিত অ্যালবাম প্রকাশ করেন এবং এটি খুব ভাল  পরিমাণে বিক্রয়  হয়েছিল। ১৯৯৪ সালে অ্যালবামটি জাপানে আবার প্রকাশিত হয়। কিন্তু নতুন করে দু’টো গান অন্তর্ভুক্ত হয়। “প্রেমের মোহ” ওই অ্যালবামের একটি গান। গানটি অনেক জনপ্রিয় ছিল।

 

গান শুনতে শুনতে বিদায়ের সময় চলে এসেছে। তাহলে আজকের ‘তোমার জন্য গান’ অনুষ্ঠানের শেষ গান হিসেবে আমি আপনাদের ভিভিয়ানের আরেকটি গান শোনাতে চাই। গানের নাম ‘আত্ন-সংবেদনশীল’। 

 

(প্রেমা/এনাম)