‘সুগন্ধ’
2022-04-12 10:54:40

বন্ধুরা, আজকের অনুষ্ঠানে আপনাদেরকে চীনের খুব জনপ্রিয় কণ্ঠশিল্পী উ ছি লুং-এর সঙ্গে পরিচয় করিয়ে দেবো এবং তার কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনাবো।

উ ছি লুং, ১৯৭০ সালের ৩১ অক্টোবর চীনের তাইওয়ান প্রদেশের তাইপেই শহরে জন্মগ্রহণ করেন। তিনি হলেন চীনা সংগীত মহলের বিখ্যাত কণ্ঠশিল্পী, অভিনেতা ও টিভি সিরিজ প্রযোজক।

 

যদিও উ ছি লুং তাইওয়ান প্রদেশের তাইপেই শহরে জন্মগ্রহণ করেন, তবে তার পূর্বপুরুষের আদি বাসস্থান চীনের ফু চিয়ান প্রদেশের মিন নানে। প্রাথমিক স্কুলে পড়ার সময় জুডো দলের শিক্ষক তাঁকে বাছাই করে স্কুল জুডো দলে ভর্তি করে দেন। তখন থেকে তাঁর পেশাদার জুডো প্রশিক্ষণ শুরু হয়।

 

মাধ্যমিক স্কুলে লেখাপড়ার সময় উ ছি লুং টানা তিন বছর ধরে তাইওয়ান প্রদেশের মাধ্যমিক স্কুলের ক্রীড়া প্রতিযোগিতার তায়কোয়ান্দো চ্যাম্পিয়ন হয়েছিলেন। তিনি বেশ কয়েকবার সিঙ্গাপুর এবং থাইল্যান্ডে গিয়ে জুডো ও তায়েকোয়ান্দো প্রতিযোগিতায় অংশ নিয়েছেন। উ ছি লুং বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় মোট ২৩বার চ্যাম্পিয়ন হন এবং ১৩৫টি পদক লাভ করেন।

 

১৯৮৮ সালে সংগীত ব্যান্ড ‘লিটল টাইগারের’ সদস্য হিসেবে উ ছি লুং আনুষ্ঠানিকভাবে সংগীতমহলে পা রাখেন। ১৯৯১ সালে ‘লিটল টাইগার’ সংগীত ব্যান্ড ভেঙে যায়। ১৯৯২ সালে উ ছি লুং-এর প্রথম ব্যক্তিগত অ্যালবাম ‘বাতাসের নাগালে পাওয়া যুবক’ প্রকাশিত হয়।

 

বন্ধুরা, এখন শুনুন উ ছি লুং-এর গান ‘সুগন্ধ’। গানের কথায় বলা হয়, এই বিশ্ব অনেক সমৃদ্ধ, তবে পরিতাপের সঙ্গে তোমার সৌন্দর্য বর্ণনা করতে হয়। তোমাকে হারালে বুঝতে পারি, কত মর্মাহত হয়েছো। এই বিশ্ব এত জটিল, গল্প কত সত্য, তা বুঝতে পারি না। সুগন্ধের ভালো অনুভূতি সব সময় মনে থাকে।

আচ্ছা, শুনুন গানটি।

 

প্রিয় বন্ধুরা, এখন শুনুন উ ছি লুং-এর কণ্ঠে আরেকটি গান, গানের নাম ‘ক্রসিং রোড’। গানের কথাগুলো এমন: কখন বাতাস চলে গেছে, শুধু আমি একাই আছি। তোমার হাত ধরতে চাই, ঘুড়িকে আকাশে উড়াতে দেই। কখন বৃষ্টির স্নেহ, তোমার মনে প্রবেশ করেছে। স্বপ্নে কেন একটি ক্রসিং রোড আছে, যৌবনে কত স্বপ্ন দেখেছি। যখন আমি চলে যেতে চাই, তখন তোমাকে আবার দেখতে পাই।

আচ্ছা, শুনুন গানটি।

 

প্রিয় শ্রোতাবন্ধুরা, এখন শুনুন উ ছি লুং-এর গান ‘অপেক্ষা করতে থাকি’। গানের কথাগুলো এমন: দিন দিন ধরে তোমার অপেক্ষা করতে থাকি, এই ভালোবাসা ছেড়ে দেয়ার কথা ভাবি নি। দিন দিন ধরে তোমাকে দেখতে পারি নি, তোমার স্মৃতিতে জেগে উঠতে পারি না।

আচ্ছা, শুনুন গানটি।

 

প্রিয় শ্রোতাবন্ধুরা, আজকের অনুষ্ঠানে আপনাদেরকে চীনের জনপ্রিয় কণ্ঠশিল্পী উ ছি লুং-এর সঙ্গে পরিচয় করিয়ে দিলাম এবং তাঁর কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনালাম। আশা করি, গানগুলো আপনাদের ভালো লেগেছে। আজকের অনুষ্ঠান এখানেই শেষ হলো। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। পরের আসরে আবারও কথা হবে।

(শুয়েই/তৌহিদ/সুবর্ণা)