সিনচিয়াং হুথুপি: ৩৭ হাজার হেক্টর জমিতে তুলা চাষ হচ্ছে
2022-04-12 15:49:28

এপ্রিল ১২: সিনিচিয়াংয়ের ছাংচি হুই জাতি স্বায়ত্তশাসিত অঞ্চলের হুথুপি জেলায়, জিপিএস স্যাটেলাইট নেভিগেশনের সাহায্যে, মানববিহীন কৃষিযন্ত্রের মাধ্যমে তুলার চাষ হচ্ছে। চলতি বছর ৩৭ হাজার হেক্টর জমিতে তুলা রোপণের পরিকল্পনা রয়েছে। এ পর্যন্ত ২১৩৩ হেক্টর জমিতে তুলার বীজ রোপণ করা হয়েছে। এপ্রিল মাসের শেষ নাগাদ ৩৭ হাজার হেক্টর জমিতে তুলার বীজ বপণের কাজ শেষ হবে।  

(ইয়াং/আলিম/হাইমান)