রোববারের আলাপন-বৈশ্বিক টেকসই উন্নয়নে অবদান রাখছে ‘দুই অলিম্পিকের নগরী’
2022-04-10 20:19:43

আকাশ: সুপ্রিয় শ্রোতা, সবাইকে স্বাগত জানাচ্ছি চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠানে। আপনাদের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের সাপ্তাহিক আয়োজন ‘রোববারের আলাপন’। আপনাদের সঙ্গে আছি আমি আপনাদের বন্ধু এনাম ও আকাশ।


আকাশ: বন্ধুরা, বেইজিংয়ে এখন বসন্তকাল। আমি লাও সান পার্কে যাওয়ার সময় দেখেছি, গাছের ছোট সবুজ পাতা আবার বড় হচ্ছে। অনেক ফুলের কলি ফুটতে শুরু করেছে।


বন্ধুরা, শিগগিরই বেইজিংয়ের প্রায় ২৩টি পার্কে মোট ৪০টিরও বেশি বসন্তকালের ধারাবাহিক সাংস্কৃতিক কার্যক্রম আয়োজিত হবে। যেমন: বেইজিং বোটানিক্যাল গার্ডেনে ৩৪চৌত্রিশ তম পিচ ফুলের প্রস্ফুটন উপভোগ দিবস আয়োজিত হবে। থাও রান থিম পার্কে সপ্তম বেগোনিয় ফুল প্রদর্শন আয়োজিত হবে। চং সান পার্কে টিউলিপ ফুলের প্রদর্শনী আয়োজিত হবে। 


এনাম ভাই, আপনি কি সম্প্রতি কোনো পার্কে গিয়েছেন? 

এনাম:...

সংগীত

বন্ধুরা, গত ৪ মার্চ বেইজিং শীতকালীন প্যারালিম্পিক গেমস ও ত্রয়োদশতম সিপিপিসিসির জাতীয় কমিটির পঞ্চম অধিবেশন উদ্বোধন হয়। বেইজিংয়ে এই অধিবেশনে অংশগ্রহণকারী একাধিক সদস্য জানান, বিশ্বের প্রথম দুই অলিম্পিকের শহর হিসেবে অলিম্পিক গেমসের আয়োজন বেইজিংয়ের জন্য অনেক উত্তরাধিকার বয়ে এনেছে। বৈশ্বিক টেকসই উন্নয়নের জন্য অবদান রাখবে চীন। 


সিপিপিসিসি সদস্য সেন চিন জানান, অলিম্পিক প্রতিযোগিতার পর স্টেডিয়ামের টেকসই ব্যবহার হচ্ছে বেইজিং শীতকালীন অলিম্পিক গেমসের সাংগঠনিক কমিটির একটি গুরুত্বপূর্ণ কাজ। তিনি বলেন, “এবারের অলিম্পিক গেমসের ৫টি স্টেডিয়াম হচ্ছে ২০০৮ সালের গ্রীষ্মকালীন অলিম্পিক গেমসের উত্তরাধিকার। এসব স্টেডিয়ামকে আবারও কাজে লাগানো হচ্ছে স্টেডিয়াম  নির্মানেরর একটি গুরুত্বপূর্ণ কাজ। সব স্টেডিয়াম নির্মাণের শুরুতে এসব বিষয় বিবেচনা করা হয়।”

   

তিনি জানান, শীতকালীন অলিম্পিক গেমসের স্টেডিয়াম নকশা করার সময়ে ভবিষ্যতে কাজে লাগানোর কথা বিবেচনা করা হয়। 


তিনি বলেন, “আমি জাতীয় স্কি জাম্পিং কেন্দ্রের একটি উদাহরণ দিই। তার উপরের অংশে ফোরাম বা প্রদর্শনী আয়োজন করা যায়, সেখানে ভোজেরও আয়োজন করা যায়। তা থেকে অনেক দূরের সুন্দর দৃষ্য উপভোগ করা যায়।” 


এনাম ভাই, আপনি কি বলেন?

এনাম:...