বিমূর্ত সাংস্কৃতিক উত্তরাধিকারী ইয়াং ছাং ছিন: বাঁশ দিয়ে সুন্দর জীবন বুনন
2022-04-08 20:52:16

এপ্রিল ৮: ‘একটি বাঁশ দিয়ে সব ধরনের হস্তশিল্প বুনা যায়, দারিদ্র্য থেকে মুক্তি পাওয়া যায় এবং ধনী হওয়ার রাস্তা বুনা যায়। বাঁশের মতো উচু জীবন বুনা যায়’। এটি কুইচৌ প্রদেশের বিমূর্ত সাংস্কৃতিক উত্তরাধিকারী ইয়াং ছাং ছিনের সবচেয়ে বড় স্বপ্ন।

চীনের দক্ষিণ-পশ্চিম অঞ্চলের কুইচৌ প্রদেশের ছিসুই অঞ্চল ‘চীনের বাঁশের দেশ’ হিসেবে পরিচিত। স্থানীয় বাঁশ বুননের একটি দীর্ঘ ইতিহাস রয়েছে। বাঁশ ২০টিরও বেশি প্রক্রিয়ার মধ্য দিয়ে অবশেষে হস্তশিল্পে পরিণত হয়।

 (ইয়াং/আলিম/হাইমান)