সাগরেদ আল মিশকাত শরীফের সাক্ষাত্কার
2022-04-08 20:45:05


আজকের ‘ঊর্মির বৈঠকখানা’-য় আমার সাথে যোগ দিচ্ছেন সাগরেদ আল মিশকাত শরীফ । বর্তমানে তিনি ইউনান মিনজু বিশ্ববিদ্যালয়, খুনমিং, চীন-এ বাংলা ভাষা বিভাগে প্রভাষক হিসেবে কর্মরত আছেন ।

 

তিনি ২০১৫ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় আরবি ভাষা বিভাগ থেকে স্নাতক সম্পন্ন করার পর ২০১৭ সালে কনফুসিয়াস ইন্সটিটিউটের সাউথ এশিয়ান চায়নিজ ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট প্রোগ্রাম স্কলারশিপ নিয়ে চীনের ইউননান বিশ্ববিদ্যালয়ে টিচিং চায়নিজ টু স্পিকার অফ আদারস ল্যাঙ্গুয়েজ নিয়ে দ্বিতীয় স্নাতক অধ্যয়ন করেন । তিনি ২০১৭ সালে অনুষ্ঠেয় চীন বাংলাদেশ সংস্কৃতি বিনিময় যুব কাম্পে অংশগ্রহণ করে চীনে আগমন করেন । ইউননান বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন তিনি স্কুল অব ফরেইন ল্যাঙ্গুয়েজ এর অধ্যাপক লি চিয়া এর সাথে বাংলাদেশের পাঠ্যপুস্তক বিষয়ক গবেষণা দলের সদস্য ছিলেন । এছাড়াও তিনি ইউননান বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক শিক্ষার্থী ভর্তি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় কনফুসিয়াস ইন্সটিটিউটের প্রশাসনিক বিভাগ ও চীন বাংলাদেশ শিক্ষা ও সংস্কৃতি বিনিময় বিভিন্ন পোগ্রাম সক্রিয় আয়োজকের ভূমিকা পালন করেছেন । তিনি ২০১৭ সালের চীন বাংলাদেশ সংস্কৃতি বিনিময় যুব ক্যাম্প শেষ হবার পর বাংলাদেশের দৈনিক মানবজমিন পত্রিকার উপ সম্পাদক জনাব কাজল ঘোষ এর সাথে চীন নিয়ে সর্বমোট ৩২ টি সিরিজ লেখা প্রকাশ করেন এবং পরবর্তীতে তা ইংরেজি ও চীনা ভাষায় অনুবাদ করেন । ইতোমধ্যে "মিথের শহর" নামে বাংলা ভাষায় বইটি প্রকাশিত হয়েছে । তিনি নিয়মিত চীন নিয়ে বাংলাদেশের বিভিন্ন পত্র পত্রিকায় লেখালেখি করেন । তো, চলুন কথা বলি তাঁর সঙ্গে।