‘বিফোল’
2022-04-08 21:23:28

সঙ্গীত কোনো দেশের সীমা মানে না। আপনি কি এখন গাড়ি চালাচ্ছেন, নাকি বাসার কোনো কাজ করছেন? আপনি এখন একা, নাকি সাথে সঙ্গী আছে? আপনার মন আজ বেইজিংয়ের শরত্কালের নীল আকাশের মতো স্বচ্ছ, নাকি ঢাকার কালবৈশাখী সময়ের মতো মেঘলা? যে যেখানে যেভাবেই থাকুন না কেন, আসুন সঙ্গীত উপভোগ করি। সঙ্গীতের জগতে ডুব দেওয়ার আনন্দই আলাদা। কী বলেন?

বন্ধুরা, আজকের অনুষ্ঠানে গায়িকা শাং ওয়েন চিয়ে-এর কয়েকটি গান শোনাবো। তিনি ১৯৮২ সালে চীনের শাংহাইয়ে জন্মগ্রহণ করেন। সুবিখ্যাত ফুতান বিশ্ববিদ্যালয়ের ফরাসি ভাষা বিষয়ে স্নাতক ডিগ্রি লাভ করেন। ২০০৬ সালে হুনান টিভি চ্যানেলের আয়োজিত ‘সুপার গার্ল’ নামক গান প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হন। ২০০৭ সালে নিজের প্রথম অ্যালবাম প্রকাশ করেন। তিনি চীনা এবং ইংরেজি দু’ভাষায় গান করেন। ২০১৪ সালে নিজের বিনোদন এজেন্সি কোম্পানি প্রতিষ্ঠা করেন। তিনি অনেক বার আন্তর্জাতিক সম্মেলন বা সাংস্কৃতিক আদানপ্রদান অনুষ্ঠানে গান পরিবেশন করেন। এখন যে গানটি আপনারা শুনছেন, সেটা হল গায়িকা শাং ওয়েন চিয়ে-এর গাওয়া ‘বিফোল’। এ গানটি একটি মোবাইল গেমসের জন্য রচিত হয়। শাং ওয়েন চিয়ে-এর বৈচিত্রময় কন্ঠস্বর ইলেক্ট্রনিক মিউজিকের জন্য খুব উপযুক্ত। শুনুন গানটি।

এখন শুনুন শাং ওয়েন চিয়ের আরেকটি ইংরেজি গান ‘ফ্রি এন্ড আনফ্রিড’। এ গানটি একটি কার্টুন চলচ্চিত্রের জন্য রচিত হয়। শুনুন গানটি।

এখন আরেকটি গান শুনুন। গানের নাম ‘শিয়া খ্য শিং’। গানটি চীনের সুবিখ্যাত কুংফু লেখক চিন ইং-এর রচিত ‘শিয়া খ্য শিং’ উপন্যাসের চলচ্চিত্র সংস্করণের জন্য রচিত হয়। এ গানে চীনের প্রাচীনকালে কুংফু জানা এবং একে পেশা হিসেবে কাজ করা মানুষের মনের কথা বলা হয়। শুনুন গানটি।

এখন শুনুন ‘ইয়ে জি থুং হুয়া’ গানটি। এ গানটি চীনের তৈরি কার্টুন অ্যানিমেশন ‘চিং লিং মেন ইয়ে লুও লি’র জন্য রচিত গান। গানে বলা হয়, ‘আমি জানি না এ স্বপ্নের ফেনা কিভাবে ভেঙে গেছে। কেন আলিঙ্গন করলেও আমরা খুশি হই না। কথা নেই, নীরবে থাকি। আমাদের ভুলবুঝাবুঝি কখনো শেষ হয় না। রূপকথায় রাজকুমার ও রাজকুমারীর প্রেম অন্য রকম। ভালবাসায় কি পরস্পরকে আঘাত দেওয়া উচিত? আমরা বুঝি না, তাই পরস্পরের প্রতি নির্ভর করি। 

এখন শুনুন আরেকটি গান ‘তাই ওয়া ছাং ফা চি ইয়াও’ বা যখন আমার চুল কোমর পর্যন্ত লম্বা। গানে বলা হয়েছে: হেই, যখন আমার চুল কোমর পর্যন্ত লম্বা হয়, ফিরে এসে আমাকে বিয়ে করো কেমন? তোমার অপেক্ষা করতে করতে হাসি ভুলে গেছি। চুলের ওপরে প্রসাধনও পুরোন হয়েছে। প্রতিদিন অপেক্ষার বেদনা অন্য মানুষকে জানাতে চাই না। মনে মনে তোমার জন্য দয়া করি। বিশ্বাস করি তুমি আমার গর্ব। সময় চলে গেলেও ভয় নেই, শুধু তোমার সঙ্গে বিশ্বভ্রমণ করতে চাই। স্বপ্নে তোমার কথা শুনে তোমার সঙ্গে পালিয়ে যেতে চাই। বুড়ো হলেও শুধু তোমার পাশে থাকতে চাই। সারা জীবন শুধু তোমার হৃদয়ের শব্দ শুনতে চাই।

এখন শুনুন ‘নুই ওয়াং চিয়া তাও’, রানী এসেছে। হৈচৈ রাস্তায় হাঁটছি। কেউ আমাকে বলতে পারে না, প্রেম কোন রাস্তায় আছে। আমি নীরবে বাসায় পৌঁছলাম। প্রদীপের আলো রাস্তায় প্রতিফলিত হয়েছে। কেউ আমাকে বলে নি, প্রেমও বাণিজ্যিক হয়েছে। এ প্রেম কি আমার প্রত্যাশিত প্রেম? রানী হউ, নিজেকে বিশ্বাস করো। নিজেকে ভালবাসলে কেবল ভালবাসা পাবে। বিয়ে জীবনের সর্বোচ্চ স্বপ্ন নয়। সুখী থাকলে জীবন উজ্জ্বল হতে পারে। নিজেকে ভালবাসতে পারলে শক্তিশালী হতে পারে।

প্রিয় শ্রোতা, গান শুনতে শুনতে অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এলাম। তবে বিদায় নেওয়ার আগে আরেকটি গান শোনাবো। গানের নাম ‘শি চিয়ান ত্য লি লিয়াং’ অর্থাত্ সময়ের শক্তি। গানে বলা হয়, সময় তোমাকে বলবে যে তোমাকে বেদনা দিলেও অবশেষে তা ভালবাসা হবে। যন্ত্রনা বড় শত্রু এবং সবচেয়ে কাছের বন্ধু। রাতের শেষে প্রভাত আসবে। যা হারিয়ে গেছে তা সব অভিজ্ঞতা। তুমি নিজেকে বিদায় দেওয়ার পর একটি পূর্ণাঙ্গ তোমাকে পাবে। বেদনা শেষ না হলে মিষ্টি ভালবাসা কিভাবে আসবে। যে সব তোমাকে আঘাত দিয়েছে কিন্তু তোমাকে পরাজয় করতে পারে না। সব রসাতল নিজের মনের ছায়া। সামনে এগিয়ে যাও, সময় একমাত্র সত্যতা তোমাকে দিতে পারে তা হলো ভালবাসাকে বিশ্বাস করো।

 (স্বর্ণা/আলিম)