তাইওয়ানের কাছে অস্ত্র বিক্রি থেকে প্রমাণিত হয় যুক্তরাষ্ট্রই বৈশ্বিক বিশৃঙ্খলার উত্স: সিএমজি সম্পাদকীয়
2022-04-07 20:15:15

এপ্রিল ৭: মার্কিন কর্তৃপক্ষ সম্প্রতি তাইওয়ানের কাছে প্রায় ৯৫ মিলিয়ন মার্কিন ডলারের প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে। বর্তমান মার্কিন প্রশাসন ক্ষমতায় আসার পর থেকে এটি তৃতীয় বারের মতো তাইওয়ানের কাছে অস্ত্র বিক্রি। এতে যুক্তরাষ্ট্রের ‘আগুন নিয়ে খেলার’ মানসিকতা, বিশ্বাসঘাতক আচরণ এবং বিশ্বে বিশৃঙ্খলা সৃষ্টির লক্ষ্য প্রতিফলিত হয়।

চীন-মার্কিন সম্পর্কের ভিত্তি হলো ‘তিনটি যৌথ ইস্তাহার’। ‘৮১৭ ইস্তাহারে’ স্পষ্টভাবে উল্লেখ করা হয়ে যে, মার্কিন পক্ষ তাইওয়ানের কাছে অস্ত্র বিক্রি কমিয়ে দেবে এবং একসময় তার পুরোপুরি বন্ধ করা হবে।

যুক্তরাষ্ট্রের দাবি এই যে, এসব অস্ত্র তাইওয়ানের নিরাপত্তাব্যবস্থা শক্তিশালী করবে। এটি আসলে তাইওয়ানের ডেমোক্রেটিক প্রগ্রেসিভ পার্টিকে বোকা বানানোর একটি অজুহাত। তাইওয়ানের কাছে অস্ত্র বিক্রি তাইওয়ানের জন্য কী নিয়ে আসতে পারে? তাইওয়ানের লোকেরা স্পষ্ট দেখতে পাচ্ছে: ‘যুক্তরাষ্ট্র তাইওয়ান প্রণালীতে শান্তি চায় না’ এবং ‘যুক্তরাষ্ট্র আবার টাকা তুলতে এসেছে’।

অবস্থা খুব স্পষ্ট: তাইওয়ান প্রণালীর বর্তমান পরিস্থিতি যে কারণে নতুনভাবে উত্তেজনার মুখোমুখি হচ্ছে তা হলো তাইওয়ান কর্তৃপক্ষ বারবার ‘স্বাধীনতার জন্য যুক্তরাষ্ট্রের ওপর নির্ভর করার’ চেষ্টা করছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের কিছু লোক ‘চীনকে নিয়ন্ত্রণ করতে তাইওয়ানকে ব্যবহার করার অভিপ্রায়’ প্রকারান্তরে প্রকাশ করে চলেছে। (ইয়াং/আলিম/হাইমান)