সি চিন পিং-এর শীতকালীন অলিম্পিক গেমসের আকাঙ্ক্ষা ও বাস্তবতা
2022-04-07 14:48:44

এপ্রিল ৭: শীতের সময় সফলভাবে একটি ‘চমত্কার, অসাধারণ ও শ্রেষ্ঠ মানের’ শীতকালীন অলিম্পিক গেমস আয়োজন করা ছিল- সি চিন পিং কেন্দ্রিক চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির নেওয়া গুরুত্বপূর্ণ কৌশলগত বিন্যাস। যা বিশ্বকে দেওয়া চীনের প্রতিশ্রুতি। বেইজিং শীতকালীন অলিম্পিক এবং শীতকালীন প্যারালিম্পিক গেমস সফলভাবে আয়োজনের পিছনে চীনের প্রেসিডেন্ট সি চিন পিং-এর নির্দেশনা ছিল। শীতকালীন অলিম্পিক গেমস আয়োজনের যোগ্যতার আবেদন থেকে শুরু করে অনুষ্ঠান আয়োজন পর্যন্ত, তিনি বিশ্বকে ‘যৌথভাবে ভবিষ্যতের দিকে এগিয়ে যাওয়ার’ আমন্ত্রণ জানিয়েছেন।

২০২২  সালের ৪ ফেব্রুয়ারি, চীনের প্রেসিডেন্ট সি চিন পিং বেইজিং শীতকালীন অলিম্পিক গেমস উদ্বোধনের কথা ঘোষণা করেছেন। ৬ বছর প্রস্তুতির পর বেইজিং শীতকালীন অলিম্পিক গেমস সময়মত অনুষ্ঠিত হয়। উদ্বোধনের এক মাস আগে চীনের প্রেসিডেন্ট সি চিন পিং চীনা খেলোয়াড়দের উত্সাহ দিয়ে বলেন যে, মানুষ জীবনে অনেকবার চেষ্টা করতে পারে। কেউ কেউ দশ বছর কঠোর চেষ্টার পর একবার সফল হতে পারে, কেউ কেউ কোনো একটি লক্ষ্য পূরণের জন্য ৫ বছর চেষ্টা করে থাকে। তোমরা অনেক পরিশ্রমী হবে, এই কঠোর পরিশ্রমের মূল্য আছে, তোমাদের সফলতা কামনা করি।

চীনের প্রেসিডেন্ট সি চিন পিং-এর যত্নে চীনের ক্রীড়ার ‘শীতকাল দুর্বল, গ্রীষ্মকাল শক্তিশালী’ কাঠামোর পরিবর্তন হয়েছে। তুষার ও বরফ সংক্রান্ত খেলার মান অনেক উন্নত হয়েছে। বেইজিং শীতকালীন অলিম্পিক গেমস প্রতিযোগিতায় চীনা খেলোয়াড়রা সব ইভেন্টে অংশ নিয়েছেন এবং ৯টি স্বর্ণপদক, ৪টি রৌপ্যপদক এবং ২টি ব্রোঞ্জপদক জিতেছেন ১৯৮০ সাল থেকে চীনা খেলোয়াড়দল শ্রেষ্ঠ ফলাফল অর্জন করেছে।

‘৩০ কোটি  মানুষকে তুষার ও বরফ খেলায় অংশগ্রহণে উত্সাহ দেওয়া’ হলো আন্তর্জাতিক সমাজকে চীনের দেওয়া প্রতিশ্রুতি। ২০১৪ সালে রাশিয়ার সোচি শীতকালীন অলিম্পিক  গেমসে চীনা খেলোয়াড়দের দেখে সি চিন পিং তখন চীনে তুষার ও বরফ খেলা জনপ্রিয় করার আকাঙ্ক্ষা প্রকাশ করেছিলেন। বেইজিং শীতকালীন অলিম্পিক গেমস আয়োজনের আগে আন্তর্জাতিক অলিম্পিক কমিশনের চেয়ারম্যান থমাস বাখের সঙ্গে দেখার করার সময় প্রেসিডেন্ট সি আবারও সেই ইচ্ছার তুলে ধরেন।  তিনি বলেন,

চীনা খেলোয়াড়রা কয়টি পদক অর্জন করতে পারবে, তাতে গুরুত্ব দেই না। আমি গুরুত্ব দেই ভবিষ্যতে আমাদের তুষার ও বরফ খেলা কতটা শক্তিশালী হবে- তার ওপর। শীতকালীন অলিম্পিক গেমসের মাধ্যমে ৩০ কোটি চীনা এতে অংশগ্রহণ করবে। এতে চীনের ক্রীড়ার মান বৃদ্ধি পাবে।

আট বছর প্রস্তুতির পর চীনে দক্ষিণ থেকে উত্তরাঞ্চল পর্যন্ত, বসন্তকাল থেকে শীতকাল পর্যন্ত, সবখানে দেখা যায় তুষার ও বরফ খেলার প্রতি লোকজনের আগ্রহ। ২০ ফেব্রুয়ারি বেইজিং শীতকালীন অলিম্পিক গেমস সমাপনীর সময় আন্তর্জাতিক অলিম্পিক কমিশনের চেয়ারম্যান থমাস বাখ বলেন,

চীনকে ধন্যবাদ। চীনে ৩০ কোটিরও বেশি মানুষ তুষার ও বরফ খেলায় অংশ নিচ্ছে। চীনের খেলোয়াড়রা বিরাট সাফল্য অর্জন করেছেন। যা প্রকৃত অর্থে অসাধারণ শীতকালীন অলিম্পিক গেমস, আমরা চীনকে তুষার ও বরফ খেলার বড় দেশ হওয়ায় স্বাগত জানাই, চীনকে অভিনন্দন জানাই।

বেইজিং শীতকালীন অলিম্পিক গেমস চলাকালে, প্রেসিডেন্ট সি দুইবার একই ‘নৌকায়’ ‘যৌথভাবে ভবিষ্যতের দিকে এগিয়ে যাওয়ার’ স্বপ্নের কথা বলেন। আন্তর্জাতিক অলিম্পিক কমিশনের চেয়ারম্যান থমাস বাখের সঙ্গে দেখা করার সময় প্রেসিডেন্ট সি বলেন, যদি বলি, বিশ্বের বিভিন্ন দেশ যেন ১৯০টিরও বেশি ছোট নৌকায় আছে। আসলে এভাবে বললে বেশি ভালো, বিশ্বের বিভিন্ন দেশ একটি বড় নৌকায় একসাথে আছে, যৌথভাবে আরো সুন্দর ভবিষ্যত অর্জন করতে হবে। তাই চীন ‘একসাথে ভবিষ্যতের দিকে এগিয়ে যাওয়ার’ বেইজিং শীতকালীন অলিম্পিক  গেমসের স্লোগান উত্থাপন করেছে। জাতিসংঘ মহাসচিব আন্তনিও গুতেরহিসের সঙ্গে সাক্ষাত্কালে প্রেসিডেন্ট সি বলেন, বিশ্বব্যাপী বিভিন্ন জরুরি চ্যালেঞ্জের মুখোমুখি হলে, ঐক্য ও সহযোগিতা জোরদার করা, যৌথভাবে নতুন যুগের ‘নুহের নৌকায়’ চড়ে, মানবজাতি আরও সুন্দর ভবিষ্যত্ গড়ে তুলতে পারবে।

(শুয়েই/তৌহিদ/লিলি)