প্রিয় বন্ধুরা, ৫ এপ্রিল চীনাদের ঐতিহ্যবাহী ছিংমিং উত্সব। এই উত্সব হলো চীনাদের পূর্বপুরুষদের স্মৃতি স্মরণ করা ও তাদের সমাধি পরিষ্কার করার সময়। আজকের অনুষ্ঠানে বিশেষ করে স্মৃতি বিষয়ক কয়েকটি সুন্দর গান আপনাদের শোনাবো, আশা করি গানগুলো আপনাদের ভালো লাগবে।
প্রথমে শুনুন ‘হঠাত্ পড়া বৃষ্টি’। গানের কথাগুলো এমন: হঠাত্ মনে করেছি, আগেও এমন বৃষ্টি ছিল, কোনো অতিরিক্ত কথা ছিল না। তখন যত বৃষ্টিই পড়ুক না কেন আমি তোমার সঙ্গে সবচেয়ে গভীর সমুদ্রে যেতে চাই। তখন তোমার জন্য গাওয়া গান, এখন কে তোমার সঙ্গে গাইছে। গানের কথায় কি আমার জায়গা আছে?
আচ্ছা, শুনুন গানটি।
প্রিয় বন্ধুরা, এখন শুনুন ‘ভালো আছো’ গানটি। গানের কথায় বলা হয়, তুমি ভালো আছো? তোমার শরীর কি ভালো হয়েছে? গভীর রাতে কি জেগে থাকো? তুমি ভালো আছো? বৃষ্টির দিনে কি হাঁটতে পছন্দ করো। বর্তমানে তোমার কোনো পরিবর্তন ঘটেছে? তুমি ভালো আছো? তুমি ভালো আছো? তুমি কি ভালো জীবন কাটাচ্ছো? আমার জীবনে আর তুমি নেই। আমি কোনো কিছুই চাই না, শুধুই তুমি আমার যৌবনের স্মৃতি।
আচ্ছা, শুনুন গানটি।
প্রিয় শ্রোতাবন্ধুরা, এখন শুনুন আরেকটি স্মৃতি সম্পর্কিত সুন্দর গান, গানের নাম ‘একজনের যাত্রা’। গানের কথায় বলা হয়, সে গিটার নিয়ে নিজের পথ বাছাই করেছে। সময় কত দ্রুত চলে যায়, তার জীবনে শুধু একাকী অনুভূতি। প্রত্যেকবার আগের কথা স্মরণ করে, মন কাঁদতে চায়। সে বলেছে, সে জন্মস্থানের গাছ পছন্দ করে। তাঁর গানের পুরোনো বাড়িতে আর কেউ থাকে না, তাঁর গানের মেয়ে, এখন অন্যের কোলে।
আচ্ছা, শুনুন গানটি।
প্রিয় শ্রোতাবন্ধুরা, এখন শুনুন ‘আমি তোমাকে ভুলে গেছি’ গানটি। গানের কথাগুলো এমন: আমি তোমাকে ভুলে গেছি, অনুতাপ নেই। একই অনুভূতি আর কাকে দেই। ঠিক না ভুল, সময় বলতে পারে। ফুল সুন্দর, তবে তোমার হাসির সঙ্গে তুলনা করা যায় না। মধ্যরাতের স্বপ্নে আবার তোমাকে দেখতে পাই।
আচ্ছা, শুনুন গানটি।
প্রিয় শ্রোতাবন্ধুরা, সুন্দর গান শুনতে শুনতে অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এলাম। তবে শেষ করার আগে আপনাদের শোনাতে যাচ্ছি আরেকটি গান, গানের নাম ‘প্রচুর বাতাস’। আশা করি গানটি আপনাদের ভালো লাগবে।
প্রিয় শ্রোতাবন্ধুরা, আজকের অনুষ্ঠানে আপনাদেরকে চীনের ঐতিহ্যবাহী ছিংমিং উত্সব সম্পর্কিত সুন্দর গান শোনালাম। আশা করি, গানগুলো আপনাদের ভালো লেগেছে। আজকের অনুষ্ঠান এখানেই শেষ হলো। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। পরের আসরে আবারও কথা হবে।
(শুয়েই/তৌহিদ/সুবর্ণা)