ছিং মিং উত্সবে শহীদদের স্মরণ করলো চীন
2022-04-06 15:22:21

চীনের প্রেসিডেন্ট সি চিন পিং বলেছেন, যারা দেশ, জাতি ও শান্তি রক্ষায় জীবন উত্সর্গ করেছেন, আমরা সবাই চিরদিন তাদের ত্যাগ ও অবদানের কথা মনে রাখবো। গত ৫ এপ্রিল পালিত হয়েছে চীনের ছিং মিং উত্সব। এ উত্সবে পূর্বপুরুষ ও দেশের শহীদদের স্মরণ করা হয়। উত্সব উপলক্ষ্যে চীনারা শহীদদের কবরে এবং স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন করেন। সবাই মনে করেন, প্রতিবার শহীদদের স্মরণ করে তারা নিজেদের চেতনাকে শানিত করেন। বীরত্বের চেতনায় নতুন শক্তি অর্জন করেন। এ শক্তি অর্জনের ফলে চীনাদের দ্বিতীয় শত বছরের লক্ষ্য বাস্তবায়নের যাত্রা আরও বেগবান হবে বলে সবাই বিশ্বাস করেন।

 

গত ৫ এপ্রিল চীনের কেন্দ্রীয় লাল বাহিনীর লং মার্চের আদিস্থল চিয়ান সি প্রদেশের ইয়ু তু মেমোরিয়াল পার্কে ১৫০ জন শহীদের দেহাবশেষ স্থানান্তর করা হয়েছে। তাদের জন্য একটি জাকজমকপূর্ণ অনুষ্ঠান আয়োজিত হয়েছে। তাতে শহীদদের প্রতি মানুষের অবিরাম শ্রদ্ধা প্রকাশিত হয়েছে।

 

চিয়াং সি প্রদেশের ইয়ু তু উপজেলার শহীদদের বংশধর  হুয়াং লিং বলেন, আমাদের বর্তমান জীবন-যাপন খুব শান্ত ও সুখী। এটি শহীদদের প্রাণের বিনিময়ে অর্জিত হয়েছে। দেশকে ধন্যবাদ, শহীদদের ধন্যবাদ জানাই।

 ২০১৯ সালের মে মাসে চীনের প্রেসিডেন্ট সি চিন পিং ইয়ু তু উপজেলায় লাল বাহিনীর পরবর্তী প্রজন্ম ও তাদের আত্মীয়স্বজনকে দেখতে যান।

 

বর্তমানে ইয়ু তু শহীদদের চেতনা সম্প্রসারণের কাজ ব্যাপক উন্নত হয়েছে। ২০২০ সালের এপ্রিল উপজেলাটি সামগ্রিকভাবে দারিদ্র্যমুক্ত হয়েছে এবং সারা চীনের জনগণের সঙ্গে স্বচ্ছল সমাজের পথে এগিয়ে যাচ্ছে। তারা অধিক সুন্দর জীবনের মধ্য দিয়ে শহীদদের  ত্যাগের প্রতিদান দিয়েছে।

 

ইয়ু তু উপেজলার সবুজ উত্থান ব্যুরোর মহাপরিচালক ইউয়ান ইয়োং ফেং বলেন, আজ আমরা এখানে শহীদদের স্মরণ করতে এসেছি। তাদের প্রতি শ্রদ্ধা জানাই। আমরা সবসময় নিজেকে মনে করিয়ে দিই যে, চীনা কমিউনিস্ট পার্টির (সিপিসি) সাধারণ সম্পাদক সি চিন পিং’র নির্দেশনা মনে রেখে লংমার্চ যাত্রার চেতনা সম্প্রসারণ করে জনগণের সুন্দর জীবন প্রতিষ্ঠার চেষ্টা করবো এবং এর মধ্য দিয়ে সুষ্ঠুভাবে সিপিসির বিংশতম কংগ্রেস আয়োজনকে স্বাগত জানাবো।

২০২০ সালের সেপ্টেম্বর মাসে চীনের প্রেসিডেন্ট সি চিন পিং ‘অর্ধেক কাঁথার উষ্ণতা” শিরোনামের প্রদর্শনী পরিদর্শনের সময় বলেছেন, অর্ধেক কাঁথার গল্পে সিপিসির মানুষকে অগ্রাধিকার দেওয়ার মানসিকতা প্রতিফলিত হয়েছে। আজকাল আমাদের উচিত সিপিসির প্রতিশ্রুতি পালনে আরও প্রতিজ্ঞ হয়ে জনগণের সঙ্গে একই নৌকা বেয়ে চলা এবং নতুন যুগের লংমার্চ যাত্রায় সুষ্ঠুভাবে এগিয়ে যাওয়া।

 

হু নান প্রদেশের শেন চৌ শহরের শা চৌ গ্রামের আধিবাসী চু সিন লিয়াং বলেন, আমাদের শা চৌ গ্রামে বিশাল পরিবর্তন ঘটেছে। দোকানপাট চালু হয়েছে, এবং ফলগাছ উত্পাদনসহ নানা শিল্প প্রতিষ্ঠিত হয়েছ। আগেরকার লাল বাহিনী আমাদের ‘অর্ধেক কাঁথা’ দিয়েছেন, আর এখন সিপিসি আমাদের সুখী জীবন দিয়েছে। আমাদের জীবন আরো সুন্দর হবে বলে আমরা আস্থাশীল।


সুপ্রিয় শ্রোতাবন্ধুরা, অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি আমরা। আজকের অনুষ্ঠান কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে, এবং আপনার কোনো মতামত থাকে, তাহলে আমাদের চিঠি বা ইমেইল লিখতে ভুলবেন না। আমাদের ইমেইল ঠিকানা ben@cri.com.cn এবং wangdanhong@cri.com.cn। আপনারা আমাদের ফেসবুকেও কমেন্ট করতে পারেন। আপনাদের মতামত আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। সবাই ভালো থাকুন এবং সুন্দর থাকুন। আগামী সপ্তাহে আবারও কথা হবে।